পাইলটের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভিত্তিহীন দাবি সাবেক অধিনায়কের

রাজশাহী ব্যুরো
৩০ আগস্ট ২০২৪, ০০:০০
শেয়ার :
পাইলটের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ভয় দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেছে একদল ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। পরে বিকালে পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন

পাইলট।

সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির সাবেক মালিক জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীর গোদাগাড়ীর চকনারায়ণপুর গ্রামের তাদের ১১ গ্রামবাসীর ১১ দশমিক ২৬৭৮ একর জমি ছিল। এর মধ্যে গত ১১ এপ্রিল মাসে প্রায় ২ বিঘা ধানি জমি তারা বিক্রয় করেন। এ ছাড়া সেখান থেকে দশমিক ৬৬৯৪ একর জমি ২০২৩ সালে নাসরিন সুলতানা নামে এক নারীর কাছে বিক্রয় করা হয়। এর কিছু দিন পর ক্রয় করা জমি বুঝে নিতে গেলে তার আগেই ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট জোরপূর্বক জমিটি ঘেরা দিয়ে রাখেন। জমির বর্গাচাষি দুজনকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করান। তখন এর সমাধান করতে চাইলে খালেদ মাসুদ পাইলট মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, রাজশাহী সিটি মেয়র, র‌্যাব ও পুলিশ দিয়ে তুলে নেওয়ার হুমকি দেন। এ সংক্রান্ত ফোন রেকর্ড তার কাছে রয়েছে বলে জাহাঙ্গীর জানান।

পরে গতকাল বিকালে পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, ‘আমি বৈধভাবে গোদাগাড়ীর ফাদিলপুর মৌজায় ৬৬ শতাংশ জমি কিনেছি। আমার নামে নামজারিও হয়েছে। আমি অবাক হয়েছি যে, আমার বিরুদ্ধে জমি দখলের মিথ্যা নাটক করা হয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।’

পাইলট বলেন, অন্যায়ভাবে আমাকেই তারা অকথ্য ভাষায় গালাগাল করেছে। স্বভাবতই যখন আমাকে গালাগাল কেউ করবে, তখন আমার মন খারাপ হবে। তিনি (বিপক্ষের জাহাঙ্গীর আলম) আমাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন। তিনি ওই এলাকায় আসলেই একজন ভয়ঙ্কর মানুষ। তিনি যখন আমাকে ভয়ভীতি দেখিয়েছেন, তখন আমি আমার পরিচিতজনদের কথা তাকে স্মরণ করিয়ে দিয়েছি। আমি জাতীয় দলের সাবেক অধিনায়ক, আমার পরিচিত মানুষ থাকতেই পারে।’ তিনি বলেন, ‘বিসিবিতে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আমার একটা সম্ভাবনা রয়েছে। যাতে আমি বিসিবিতে যেতে না পারি, সে জন্য পরিকল্পিতভাবে এমন জমি দখলের মিথ্যা নাটক করা হয়েছে।’