কী আছে হাথুরুসিংহের ভাগ্যে, জানা যাবে ৭ দিন পর

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৪, ২১:৪৮
শেয়ার :
কী আছে হাথুরুসিংহের ভাগ্যে, জানা যাবে ৭ দিন পর

ক্ষমতার পালাবদলের ছোঁয়া লেগেছে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে। ক্রীড়াঙ্গনেও এসেছে বড়সড় পরিবর্তন। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় এসেছেন ফারুক আহমেদ। পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস চৌধুরী। নতুন করে নিয়োগ পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদও নড়বড়ে।

বিসিবির দায়িত্ব নেওয়ার পরপরই হাথুরুসিংহের বিকল্প খোঁজার কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার জানিয়ে দিলেন শ্রীলংকান এই কোচের ব্যাপারে সিদ্ধান্ত কবে জানাবেন। 

আজ বিসিবির বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, ‘হাথুরুসিংহের ব্যাপারে আলাপ হয়েছে। সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম, টেস্ট ম্যাচের মাঝখানে কিছু করতে চাই না। আপনি একটা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্তা হয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস, যাতে ডিস্টার্ব (জাতীয় দলের) না হয়। তবে তার মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারব না। আমাদের জন্য ভালো হবে, এই টেস্ট সিরিজটা যাক। আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি। সবার মতামত নিচ্ছি। আমরা চেষ্টা করবো। এটা তো ইনভেস্টিগেশনের মতো। যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটের। সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত আমরা নিব। আপনারা কিছু একটা দেখতে পাবেন খুব শীঘ্রই।’

পরে হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে করা আরেকটি প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমার কাজের ধরন আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। ওইটাই আমি ফলো করবো। শুধু ৭ দিন (বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার ৭ দিন হয়েছে) আর ৭ দিন (দায়িত্ব নেওয়ার) মোট ১৪ দিনের মধ্যে একটা ডিসিশন হতে পারে।’

এদিকে, আজকেই আগামীকাল শুরু হতে যাওয়া টেস্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ বলেন, ‘আমি বুঝতে পারছি যে, যখন নতুন কেউ দায়িত্বে আসে তখন তাদের চিন্তাভাবনা ভিন্ন হয়। তবে তাদের সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।’