বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন হাথুরুসিংহে
ক্ষমতার পালাবদলের ছোঁয়া লেগেছে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে। ক্রীড়াঙ্গনেও এসেছে বড়সড় পরিবর্তন। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় এসেছেন ফারুক আহমেদ। পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস চৌধুরী। নতুন করে নিয়োগ পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদও নড়বড়ে।
বিসিবির দায়িত্ব নেওয়ার পরপরই হাথুরুসিংহের বিকল্প খোঁজার কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার বাংলাদেশের নিজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করলেন হাথুরুসিংহে নিজেই।
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। তার আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসেছেন হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ বলেন, ‘আমি বুঝতে পারছি যে, যখন নতুন কেউ দায়িত্বে আসে তখন তাদের চিন্তাভাবনা ভিন্ন হয়। তবে তাদের সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।’
বিসিবি সভাপতি হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে হাথুরুকে নিয়ে ফারুক বলেছিলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই (হাথুরুসিংহের বিদায়) আছি। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে ভালো কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।’
গত ১৯ আগস্ট হাথুরুসিংহে বলেছিলেন, ‘বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে সেটি নিয়ে আমার তেমন ধারণা নেই। নিজের ভবিষ্যৎ সম্পর্কে যদি বলি---যতদিন পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে, ততদিন পর্যন্ত দায়িত্ব পালন করার ইচ্ছা আছে আমার। তবে বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, তাতে আমার কোনো সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে যেতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’
২০১৪ সালের জুনে হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। তবে ২০১৭ সালের অক্টোবরে তিনি আচমকাই পদত্যাগ করেন। লংকান হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক অলরাউন্ডার বাংলাদেশ থেকে বিদায়ের কদিন পরই নিজ দেশের প্রধান কোচের দায়িত্ব নেন।
যদিও সেখানে শেষটা ভালো হয়নি তার। ২০১৯ সালে তাকে বরখাস্ত করা হয়। পরে ২০২০ সালে তিনি নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে আবার ফিরে যান। ২০২২ সালের শেষের দিকে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছাড়েন রাসেল ডোমিঙ্গো। এরপর গত বছরের শুরুতে আবারও কোচ করা হয় হাথুরুসিংহেকে। তিন ফরম্যাটের ক্রিকেটে দুই বছরের জন্য চুক্তি করা হয়েছে শ্রীলংকান সাবেক এই ক্রিকেটারের সঙ্গে।