সাফজয়ী ফুটবল দলকে শুভেচ্ছা জানাল বিসিবি
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে এই অর্জনের জন্য অভিন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বুধবার এক বিবৃতিতে বাংলাদেশের এই জয়ের জন্য শুভেচ্ছা জানায় বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-২০ ফুটবল দল কঠোর পরিশ্রম, অধ্যাবসয়, প্রতিভা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। এই জয় আমাদের সবার জন্য গর্বের। পু্রো দেশের মতো আমরাও এই অর্জন উদযাপন করছি ও ভবিষ্যতে আরও অনেক সাফল্যের দিকে তাকিয়ে আছি।’
গতকাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা উৎসবে মাতে লাল-সবুজের প্রতিনিধিরা। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের প্রথম শিরোপা।