মেঘালয়ে আ.লীগ নেতা পান্নার মরদেহ উদ্ধার: ভারত পুলিশ

অনলাইন ডেস্ক
২৯ আগস্ট ২০২৪, ১৩:০৪
শেয়ার :
মেঘালয়ে আ.লীগ নেতা পান্নার মরদেহ উদ্ধার: ভারত পুলিশ

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মেঘালয়ের জয়ন্তী হিলস জেলার এক পানের বরজ থেকে আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার গলিত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ভারতীয় এ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গত ২৬ আগস্ট সন্ধ্যায় মরদেহটি পাওয়া যায়।

ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, স্থানীয় জেলা পুলিশ সুপার গিরি প্রসাদ বলেন, ‘মেঘালয় পুলিশ পান্নার পাসপোর্ট দেখে তার পরিচয় শনাক্ত করেছেন। এ মূহুর্তে অধিকতর শনাক্তকরণ ও প্রক্রিয়াকরণের জন্য মরদেহটি খলিহরিয়াত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পান্না আত্মগোপনে ছিলেন। পারিবার সূত্রে জানা গেছে, সরকার পতনের পর তিনি সিলেট হয়ে ভারতে পালানোর চেষ্টা করেন।

গত ২৬ আগস্ট সকালে পান্না ও আরও কয়েকজন সিলেটের তামাবিল এলাকা দিয়ে মেঘালয়ে পাড়ি জমান বলে জানা যায়। সকাল ৬টার দিকে তারা কাছাকাছি একটা পাহাড়ে পৌঁছেন। সেখানে পৌঁছে পান্নার হঠাৎ গুরুতর শ্বাসকষ্ট শুরু হয়। এ কারণে তিনি আর হাঁটতে পারছিলেন না। এবং পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, পান্না বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)’এর ধাওয়া খেয়ে পালানোর সময় মারা যেতেন পারেন। মূলত, কর্তৃপক্ষ এখনও তার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করছে।