গম্ভীরের জুতোয় পা গলালেন জহির খান

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ২১:৫৬
শেয়ার :
গম্ভীরের জুতোয় পা গলালেন জহির খান

২০২৫ সালের আইপিএল উপলক্ষে ভারতের সাবেক পেসার জহির খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এই পদে একসময় ছিলেন ভারতের বর্তমান কোচ ও সাবেক টপ অর্ডার ব্যাটার গোৗতম গম্ভীর। আজ বুধবার এই ঘোষণা দেয় লক্ষ্ণৌ। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লক্ষ্ণৌ লিখেছে, ‘আপনাদের সমস্ত আকাঙ্ক্ষা শেষ হলো। রিভার্স সুইংয়ের রাজা, ভারতীয় কিংবদন্তি জহির খান লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দায়িত্ব নিচ্ছেন।’ আজ নাম ঘোষণার পর জহিরকে লক্ষ্ণৌয়ের ৩৪ নম্বর জার্সিও দেওয়া হয়। এই নম্বরের জার্সি পরেই ভারতীয় জাতীয় দলে খেলেছেন তিনি। 

লক্ষ্ণৌতে যোগ দেওয়ার মাধ্যমে ২ বছর পর আইপিএলে ফিরলেন ৪৫ বছর বয়সী জহির। এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 

গত বছর যদিও লক্ষ্ণৌয়ের মেন্টরের পদটি খালি ছিল। কারণ, কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব নিতে গত মৌসুমের আগেই লক্ষ্ণৌ ছাড়েন গম্ভীর। পরে কলকাতাকে চ্যাম্পিয়নও করেন সাবেক এই ব্যাটার। এই সাফল্যের কারণেই রাহুল দ্রাবিড় পরবর্তী যুগে গম্ভীরকে কোচ করে ভারত। 

কোচিং ক্যারিয়ারে ঢোকার আগে তিনটি আইপিএল দল- মুম্বাই ইন্ডিয়ানস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন জহির। ১০ মৌসুমের বেশি খেলে এসব দলগুলোর হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলেন তিনি। ৭.৫৮ ইকোনমি রেটে তার ঝুলিতে আছে ১০২ উইকেট। সবশেষ ২০১৭ সালে আইপিএলে খেলেছেন জহির। সেবার দিল্লির অধিনায়ক ছিলেন তিনি। এরপরই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান এই পেসার।