সাফ চ্যাম্পিয়নদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। চ্যাম্পিয়নদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আজ বুধবার নিজের ফেসবুকে দেওয়া অভিনন্দন বার্তায় আসিফ মাহমুদ লেখেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ মেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর শিরোপা জিতল বাংলাদেশ, ভবিষ্যত কাণ্ডারিদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।’
কাঠমান্ডুর কাছেই আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। এর আগে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। বয়সভিত্তির এই প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের প্রথম শিরোপা। এই শিরোপা উৎসর্গ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের।
প্রথমার্ধে বাংলাদেশের হয়ে একমাত্র গোল দেন মিরাজুল। দ্বিতীয়ার্ধে আরও এক গোল দেন এই ফুটবলার। পরে রাহুলের গোলে ৭০ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় টাইগাররা। ৮০ মিনিটের মাথায় এক গোল পরিশোধ করে নেপাল। এদিন ১০ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। এই সময়ে আরও গোল খায় নেপাল। ৪-১ গোলের বড় জয়ে শিরোপা নিশ্চিত করে উচ্ছ্বাসে মাতে টাইগার যুবারা।