অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
চলতি বছরের শেষের দিকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ। টুর্নামেন্টটি খেলার আগ্রহ প্রকাশ করে ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। এর মধ্যে ৯ জন পুরুষদের লিগে ও ১ জন নারীদের লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
ড্রাফটে নাম লেখানো পুরুষ ক্রিকেটাররা হলেন জাকের আলি, রনি তালুকদার, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাইজুল ইসলাম। নারী ক্রিকেটার হচ্ছেন পেসার জাহানারা আলম।
আগামী ১ সেপ্টেম্বর মানে রবিবার টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটে থাকা এই খেলোয়াড়দের যদি ফ্রাঞ্চাইজিগুলো দলে টানতে আগ্রহী হয়, তাহলে খেলার সম্ভাবনা থাকবে তাদের।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখনো পর্যন্ত একমাত্র সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন। ২০১৪ ও ২০১৫ মৌসুমে খেলেছেন তিনি। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুইটি ম্যাচ খেলেন সাকিব। আর ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেন ৪টি ম্যাচ।
প্রসঙ্গত, আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ ছেলেদের টুর্নামেন্ট। দীর্ঘ প্রায় দেড় মাসের লড়াই শেষে আগামী বছরের ২৭ জানুয়ারি শেষ হবে এই টুর্নামেন্ট। আর মেয়েদের বিগ ব্যাশ ২৭ অক্টোবর শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।