প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল উইন্ডিজ
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে দক্ষিণ আফ্রিকাকে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশও করল ক্যারিবীয়রা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা দ. আফ্রিকা ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান করে। এরপর বৃষ্টি আইনে ১১৬ রানের লক্ষ্যে ২ উইকেট হারিয়ে ও ২২ বল বাকি থাকতে জয় তুলে নেয় স্বাগতিকরা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার অ্যালিক অ্যাথানজেকে হারায় উইন্ডিজ। তবে আরেক ওপেনার শেই হোপের অপরাজিত ৪২ রানে জয় নিশ্চিত করে দলটি। এই ব্যাটার ২৪ বলে একটি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান। এছাড়া নিকোলাস পুরান ১৩ বলে ৩৫ ও শিমরন হেটমায়ার ১৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে বিয়র্ন ফরচুন ও ওট্টেনেলি বার্টম্যান ১টি করে উইকেট নেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টির কবলে পড়ে সফরকারী কোনো ব্যাটারই সুবিধে করতে পারেননি। তবে ট্রিস্টান স্টাবসের ১৫ বলে ৪০ রানে ভর করে দলীয় একশ পার করে দলটি। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকান। এছাড়া ২৭ রান করেন রায়ান রিকেলটন।
উইন্ডিজ বোলার রোমারিও শেফার্ড সর্বোচ্চ ২টি উইকেট পান।