ফুটবলকে বিদায় স্ট্যাসনির

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ০৯:২৭
শেয়ার :
ফুটবলকে বিদায় স্ট্যাসনির

ক্যারিয়ার নিয়ে বড় এক সিদ্ধান্ত নিলেন ভয়চেখ স্ট‍্যাসনি। জুভেন্টাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর পেশাদার ফুটবলকেই বিদায় বলে দিলেন এই পোল্যান্ডের গোলরক্ষক।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দেন স্ট্যাসনি।

স্ট্যাসনি জুভেন্টাসে সাত মৌসুম কাটান। সিরি আর ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি বাকি ছিল তার। কিন্তু সম্প্রতি পারস্পারিক সমঝোতায় দলটি ছেড়ে দেন তিনি। সপ্তাহখানেক পরই এবার দিলেন অবসরের ঘোষণা।

এর আগে ২০০৬ সালে আর্সেনালে যোগ দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন স্ট্যাসনি। দীর্ঘদিন ইংলিশ দলটির হয়ে খেলেন তিনি। সব মিলিয়ে আর্সেনালের জার্সিতে ১৮১ ম্যাচে মাঠে নামেন এই গোলরক্ষক।

এরপর ২০১৭ সালে যোগ দেন তিনি জুভেন্টাসে। ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচে মাঠে নামেন ইতালিয়ান ক্লাবটির হয়ে, ২৫২ ম্যাচ। তুরিনের বুড়িদের হয়ে তিনটি করে লিগ শিরোপা ও ইতালিয়ান কাপ জেতার স্বাদ পান ৩৪ বছর বয়সী স্ট্যাসনি।

এদিকে ইউরোর সবশেষ আসরেও পোল্যান্ডের হয়ে খেলেন তিনি। জার্মানির আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে পোলিশরা। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৮৪ ম্যাচে গোলবারের নিচে দাঁড়ান স্ট্যাসনি।