১৩৭ বল খেলে শূন্য রানে অপরাজিত!

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ১৩:০৭
শেয়ার :
১৩৭ বল খেলে শূন্য রানে অপরাজিত!

ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের এক ম্যাচে দেখা বিরল এক দৃশ্য। বাবা-ছেলে মিলে ২০৮ বল খেলে করলেন মাত্র ৪ রান। যেখানে বাবা ইয়ান বেস্টউইক ১৩৭ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন!

গতকাল সোমবার ডার্বিশায়ার ক্রিকেট লিগে ডিভিশন নাইনের ম্যাচে মিকলওভার থার্ড ইলেভেনের বিপক্ষে এমন ব্যাটিং পারফরম্যান্স মেলে ধরেন ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ফোর্থ ইলেভেনের ব্যাটাররা।

যদিও ম্যাচের প্রথম ভাগে দেখা যায় বিস্ফোরক ব্যাটিং। ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে মিকলওভার। তাদের ওপেনার ম্যাক্স থমসন ১৭ চার ও ১৪ ছক্কার তাণ্ডবে ১২৮ বলে খেলেন ১৮৬ রানের ইনিংস।

এরপর আসল মজা শুরু হয় ডার্লি অ্যাবি ব্যাটিংয়ে নামার পর। ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপরই বাবা ও ছেলের সেই জুটি। ইয়ান বেস্টউইকট ও টমাস বেস্টউইক উইকেটে যেন তাবু গেড়ে বসেন। বলের পর বল, ওভারের পর ওভার পেরিয়ে যায়, আর কোনো উইকেট পড়ে না, কোনো রানও হয় না!

অবশেষে ম্যারাথন এই জুটি ভাঙে লিয়াম ফিঞ্চের বলে টমাস বোল্ড হলে। তার নামের পাশে তখন ৭১ বলে ৪ রান! এর মধ্যে একটি ছিল বাউন্ডারি। মানে, ৭০ বলে কোনো রান তিনি করেননি। তবে ছেলে আউট হলেও বাবাকে বিদায় করতে পারেননি কেউ। অপরাজিত থেকে যখন তিনি মাঠ ছাড়ছেন, তার নামের পাশে জ্বলজ্বল করছিল শূন্য। তার দল ৪৫ ওভারে ৪ উইকেটে ২১ রান করার পর ড্র হয় ম্যাচ। সর্বোচ্চ ৯ রান আসে অতিরিক্ত থেকে।