পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে হার দেখলেন হৃদয়-সৌম্যরা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্টে পাকিস্তান জাতীয় দলকে হারালেও ‘এ’ দলের ফল উল্টো। পাকিস্তান ‘এ’ দল শাহিনসের বিপক্ষে ৮ উইকেটে হেরে গেছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।
আজ সোমবার পাকিস্তানের ইসলামাবাদ ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৮ উইকেট ও ২২.১ ওভার বাকি থাকতে জয় তুলে নেয় মোহাম্মদ হারিসের নেতৃত্বাধীন দল।
১৮৪ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই অবশ্য শাহিনসের উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। দলীয় ১৩ রানের মাথায় ১ রান করা আবদুল ফাসিহকে ফেরান শেখ মেহেদী হাসান। দ্বিতীয় উইকেটে ১২৯ রানের বড় জুটি গড়েন ওপেনার হাসিবউল্লাহ ও উসমান খান। ঝোড়ো ইনিংস খেলে ১৪২ রানের মাথায় ফেরেন উসমান। তার আগে ৭৫ বলে ৮টি চার ও ৫ ছক্কায় খেলেন ৮৭ রানের কার্যকর ইনিংস। জয়ের জন্য বাকি পথটা ওমাইর বিন ইউসুফকে নিয়ে সহজেই পাড়ি দেন হাসিব। ১২০ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ১৪ ওভার বাকি থাকতে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। যদিও দ্বিতীয় চারদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সাইফ হাসান এবারও প্রতিরোধ গড়ে তোলেন। তার ব্যাট থেকে আসে ৫৮ রান। এছাড়া ৪০ রান করেন রিশাদ হোসেন। দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারেননি দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম। মাত্র ১৩ রান এসেছে অধিনায়ক হৃদয়ের ব্যাটে।
পাকিস্তানের মোহাম্মদ আব্বাস আফ্রিদি বাংলাদেশ 'এ' দলের মূল বাধা হয়ে দাঁড়ান। ২৩ বছর বয়সী এই পেসার একাই শিকার করেন ৫ উইকেট। এছাড়া মেহরান মুমতাজ ও জাহান্দাদ খান পান দুটি করে উইকেট।
এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান শাহিনস। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২৮ আগস্ট। তৃতীয় ও শেষ ম্যাচে আগামী ৩০ আগস্ট মুখোমুখি হবে দুই দল।