‘জীবনে পাকিস্তান ক্রিকেটকে এত নিচু জায়গায় দেখিনি’
ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে শান মাসুদের দলের এমন লজ্জাজনক হারে ফুঁসে উঠেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। কঠোর সমালোচনা করেছেন সাবেক টপ অর্ডার ব্যাটার আহমেদ শেহজাদ।
ক্রিকেটে পাকিস্তানের অবস্থান এত নিচুতে জীবনে আর কখনো দেখেননি উল্লেখ করে এই হারকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন শেহজাদ। সাবেক এই তারকা বলেন, ‘পাকিস্তান ক্রিকেট এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে। আমি আমার জীবনে কখনো পাকিস্তান ক্রিকেটকে এত নিচু জায়গায় দেখিনি।’
গত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল পাকিস্তান। সেটির প্রসঙ্গ টেনে শেহজাদ বললেন, বাংলাদেশের বিপক্ষে এই পরাজয়ের ধাক্কা পাকিস্তান সহজে কাটিয়ে উঠতে পারবে না।
সাবেক এই ক্রিকেটারের ভাষ্য, ‘পাকিস্তানের জন্য এই পরাজয়ের ধাক্কা থেকে ফিরে আসা অনেক কঠিন হবে। ঠিক যেমন তারা আজ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে পরাজয় থেকে ফিরে আসতে পারেনি। এই পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতেও সময় লাগবে।’
এই হারের জন্য খেলোয়াড়দের পরিবর্তে দোষ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি), ‘আমি বিশ্বাস করি না দোষটা খেলোয়াড়দের। আমি মনে করি না এটা খেলোয়াড়দের ভুল। ভুলটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। খেলোয়াড়রা কখনোই দলে থাকার জন্য জোর করে না। আপনিই তাদের খেলতে বলেন। আপনিই ঘরোয়া খেলা ক্রিকেটারদের আসতে দিচ্ছেন না। আপনিই আমাদের বলছেন যে ঘরোয়া ক্রিকেটে এমন কিছু নেই, যারা এই ক্রিকেটারদের বিকল্প হতে পারে।’