পাকিস্তানের সমালোচনা করে বাংলাদেশকে কৃতিত্ব দিলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ১২:৫৪
শেয়ার :
পাকিস্তানের সমালোচনা করে বাংলাদেশকে কৃতিত্ব দিলেন আফ্রিদি

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে দুই ম্যাচ সিরিজেও এগিয়ে গেছে টাইগাররা। এই জয়ে লাল-সবুজদের কৃতিত্ব দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে তিনি ঠিকই নিজ দেশের সমালোচনা করেছেন।

ঘরের মাঠের পাকিস্তানের এমন হার মানতে না পারা আফ্রিদি স্বাগতিক দলের পরিকল্পনা ও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচের প্রস্তুতি নিয়ে পিসিবিরও কড়া সমালোচনা করেছেন তিনি।

সি ১৩ টেস্টের ১২টিতেই হার। ৬টিতে বিব্রতকর ইনিংস ব্যবধানে। ১৪তম চেষ্টায় এলো সাফল্য। তাও আবার ১০ উইকেটে! গতকাল রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে এভাবেই দুমড়েমুচড়ে দিয়েছে বাংলাদেশ। যেখানে দেশের মাটিতে ১০ উইকেটে হার পাকিস্তানের এটিই প্রথম।

অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদি লিখেছেন, কন্ডিশন সম্পর্কে ধারণাই ছিল না পাকিস্তানের। বাংলাদেশকে কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি।

তিনি লিখেন, ‘১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চার জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে, টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।’