বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের যে পরিকল্পনা ‘কাজে আসেনি’

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ১৭:২০
শেয়ার :
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের যে পরিকল্পনা ‘কাজে আসেনি’

পাকিস্তানকে তাদের মাটিতে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১০ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ঘরের মাঠে এমন অসহায় আত্মসমর্পণ করতে হবে সেটা পাকিস্তানও ভাবেনি। দলটির বোলাররা ছিলেন পুরোপুরি নির্বিষ। চার পেসার নিয়ে বাংলাদেশকে ভড়কে দিতে চেয়েছিল তারা। তবে বাংলাদেশের ব্যাটাররা জবাব দিয়েছে দুর্দান্তভাবে। 

ম্যাচশেষে পাকিস্তান দলের অধিনায়ক শান মাসুদও স্বীকার করে নিলেন, চার পেসার নিয়ে যে পরিকল্পনা করেছিলেন সেটি কাজে আসেনি। মাসুদ বলেন, ‘দেখুন, মানে এটাকে কখনো অজুহাত বানাচ্ছি না। কিন্তু আমরা যেভাবে (পেসারদের কাজে লাগাতে) চেয়েছিলাম, সেভাবে হয়নি। এক নম্বর, দুই নম্বর, এমন অনেক ব্যাপারই আছে।’

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রান তুলে ১১৭ রানের লিড নিয়ে নেয় বাংলাদেশ। এই রান চাপায় পড়েই শেষ পর্যন্ত দিশেহারা হয়ে যায় পাকিস্তান। মাত্র ১৪৬ রান করে বাংলাদেশকে লক্ষ্য দেয় ৩০ রানের। 

ইনিংস ঘোষণার ব্যাখ্যায় মাসুদ বলেন, ‘খেলাকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে চাওয়ার কারণেই ইনিংস ঘোষণা করা হয়েছিল। চতুর্থ ইনিংসে তাদের (বাংলাদেশ) ওপর চাপ প্রয়োগ করার জন্য। কিন্তু দেখুন, আমরা ইনিংস ঘোষণা করলাম। আমরা এই রান নিয়েই কিছু করতে পারতাম কিন্তু আরও কিছু বিষয় আছে... লিড নিতে এবং তাদেরকে অল্প রানে আটকে রাখতে বোলিং ও ফিল্ডিংয়ে আমাদের আরও ভালো করা উচিত ছিল।’

রাওয়ালপিন্ডির পিচ নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় টেস্ট ম্যাচের জন্য আলাদা পিচ তৈরি করা হয়েছে। আমরা যখন রাওয়ালপিন্ডিতে ঘরোয়া ক্রিকেট খেলি, তখন তা আবার মৌসুমভেদে সম্পূর্ণ আলাদা।...আমরা ঘরের কন্ডিশনে কী চাই সেটিরও একটি বড় শিক্ষা এই টেস্ট।’