ইয়ামাল-লেভান্ডভস্কির গোলে বার্সার জয়
লামিনে ইয়ামাল ও রবার্ট লেভান্ডভস্কির গোলে লা লিগায় টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পায় হান্সি ফ্লিকের শিষ্যরা।
গতকাল শনিবার ঘরের মাঠে ইয়ামালের নৈপুণ্যে এবং কিছুটা ভাগ্যের ছোঁয়ায় ২৪তম মিনিটে এগিয়ে যায় বার্সা। ফ্রি-কিকে বার্সেলোনার প্রথম প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক পাদিলা, তবে বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বল বক্সের বাইরে পেয়ে, জায়গা বানিয়ে জোরাল বাঁকানো শট নেন ইয়ামাল, বল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে ঠিকানা খুঁজে নেয়।
৪২তম মিনিটে পর সমতার স্বস্তি ফেরে বিলবাও শিবিরে। বিলবাও ফরোয়ার্ড আলেহান্দ্রো রেমিরোকে ডি-বক্সে বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি ফাউল করলে ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে স্কোরলাইন ১-১ করেন ওইয়ান সানসেত।
বিরতির পর ৭৫তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। তৃতীয় প্রচেষ্টায় সফল হন লেভান্ডভস্কি। পেদ্রির বক্সে বাড়ানো বলের কাছাকাছি পৌঁছেও হাতে রাখতে পারেননি পাদিলা, চলে যায় লেভানদোভস্কির কাছে। প্রতিপক্ষের এমন উপহার পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি।
দুই ম্যাচে শতভাগ সাফল্যে বার্সেলোনার পয়েন্ট হলো ৬। সমান ৬ পয়েন্ট সেল্তা ভিগোরও।