শেষ সময়ের গোলে ব্রাইটনের কাছে ম্যানইউর হার
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের শেষ দিকে গোল হজম করে হেরেই বসল ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের শিষ্যরা ২-১ গোলে হেরেছে।
আজ শনিবার প্রতিপক্ষের মাঠে ড্যানি ওয়েলবেকের গোলে পিছিয়ে পড়ার পর আমাদ দিয়ালোর লক্ষ্যভেদে সমতায় ফেরে সফরকারীরা। কিন্তু যোগ করা সময়ে আবারও গোল খেয়ে বসে তারা, ব্রাইটনের জয়সূচক গোলটি করেন জোয়াও পেদ্রো।
চলতি মৌসুমে ফুলহ্যামকে হারিয়ে আসরে শুভসূচনা করেছিল ম্যানইউ। তবে দ্বিতীয় ম্যাচেই হারের তেতো স্বাদ পেল রেড ডেভিলখ্যাত দলটি।
ম্যাচের ৩২তম মিনিটে লক্ষ্যে প্রথম শটের দেখা মেলে এবং তা থেকেই এগিয়ে যায় ব্রাইটন। জাপানিজ মিডফিল্ডার মিতোমার গোলমুখে বাড়ানো পাসে স্লাইড করে কোনোমতে পা ছোঁয়ান অভিজ্ঞ ফরোয়ার্ড ওয়েলবেক, গড়িয়ে বল চলে যায় জালে।
বিরতির পর ৬০তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে সমতায় ফেরে ইউনাইটেড। বক্সে ঢুকে একজনকে কাটিয়ে দূরের পোস্টে শট নেন দিয়ালো, সামনে ডিফেন্ডার ইয়ান পলের হাঁটুতে লেগে দিক পাল্টে বল খুঁজে পায় ঠিকানা।
কিন্তু সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেন পেদ্রো। বক্সে সতীর্থের উঁচু করে বাড়ানো বল পেয়ে, বিনা বাধায় নেওয়া কোনাকুনি হেডে দলকে পুরো তিন পয়েন্ট এনে দেন ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দুই ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চূড়ায় উঠে বসেছে ব্রাইটন। ইউনাইটেডের পয়েন্ট ৩।