আবেগি বার্তায় ক্রিকেটকে বিদায় বললেন ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ১০:৪৪
শেয়ার :
আবেগি বার্তায় ক্রিকেটকে বিদায় বললেন ধাওয়ান

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগি বার্তায় সব সংস্করণের ক্রিকেট থেকে বিদায়ের এই ঘোষণা দেন তিনি। 

সবশেষ ২০২২ সালে ভারত জাতীয় দলের হয়ে খেলেছেন ধাওয়ান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচই হয়ে রইল ব্লু জার্সিতে তার শেষ ম্যাচ। শুভমান গিলসহ বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল তরুণ ভারত দলে চলে আসায় জায়গা হারান ধাওয়ান। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিদায়ী বার্তায় ধাওয়ান বলেন, ‘আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে পেছনে তাকালে আমি শুধু স্মৃতি দেখতে পাই এবং সামনে তাকালে নতুন জীবন। ভারতের হয়ে খেলা সবসময়ই আমার জন্য স্বপ্ন ছিল এবং সেটা পূরণ হয়েছে। এই কারণে আমি অনেক মানুষের কাছে ধন্যবাদ। প্রথমত, আমার পরিবার, আমার শৈশবের কোচরা এবং এরপর আমার দল যেখানে আমি বহুবছর খেলেছি। আমি নতুন একটি পরিবার, খ্যাতি ও ভালোবাসা পেয়েছি। কিন্তু এটা বলা হয় যে এগিয়ে যেতে হলে, আপনাকে পাতা উল্টাতে হবে।’

ভারতের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন ধাওয়ান। তবে ওয়ানডেতেই নিজের সেরাটা দেখাতে পেরেছেন এই ওপেনার। এই সংস্করণে ৪৪.১১ গড়ে ৬ হাজার ৭৯৩ রান করেছেন তিনি। টেস্টে ২ হাজার ৩১৫ রান করা ধাওয়ানের গড় ৪৪.১১।