পুরান ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ০৯:৫২
শেয়ার :
পুরান ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

ব্যাটে ঝড় বইয়ে দিতে বেশ সিদ্ধহস্ত ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটার নিকোলাস পুরান। এবার সেই ঝড়ের কবলে পড়ল দক্ষিণ আফ্রিকা। তাতে ১৭৪ রান করেও স্রেফ উড়ে গেল প্রোটিয়ারা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। 

গতকাল রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান তুলেছিল প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। রান তাড়ায় এই মাঠে যা রেকর্ড। মাত্র ২৬ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন পুরান। 

বৃষ্টির কারণে এক ঘণ্টা পরে শুরু হওয়া ম্যাচে এদিন টসে জিতে বোলিং নেন ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল। শুরুটা দারুণ করেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। ৮ ওভারে ৪২ রান তুলতেই ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। 

ষষ্ঠ উইকেটে প্যাট্রিক ক্রুগারের সঙ্গে ৫০ বলে ৭১ রানের জুটি গড়েন ট্রিস্টান স্টাবস। এতেই বড় রানের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। ১৭তম ওভারের প্রথম বলে ৩২ বলে ৪৪ রান করা ক্রুগার ফিরলেও সপ্তম উইকেটে বিওর্ন ফর্চুইনকে নিয়ে ২৫ বলে ৬০ রানের জুটি গড়েন স্টাবস। ৩ ছক্কা ও ৮ চারে ৭৬ রান করেন তিনি। তাতে ১৭৪ রান করতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা। ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের সবচেয়ে সফল বোলার ম্যাথু ফোর্ড।

রান তাড়া করতে নেমে ওপেনিংয়েই ৮ ওভারে ৮৪ রান তোলেন অ্যালিক আথানেজ ও শাই হোপ। ৩০ বলে ৪০ রান আসে আথানেজের ব্যাটে। দ্বিতীয় উইকেটে হোপ ও পুরান ৩৩ বলে ৫৪ রানের জুটি গড়েন। ২০ বলে ফিফটি করেন পুরান। ৫১ রান করেনে হোপ। ফলে সহজ জয়ই পায় স্বাগতিকরা।