ব্রাজিল দলে ডাক পেলেন ‘ছোট মেসি’
দুর্দান্ত ড্রিবলিং দক্ষতার জন্য এরই মধ্যে বেশ পরিচিতি পেয়েছেন ব্রাজিলের এস্তেভো উইলিয়ান। ব্রাজিলিয়ানরা তাকে ডাকেন ‘মেসিনিয়ো’ বা ছোট মেসি হিসেবে। এবার মাত্র ১৭ বছর বয়সী এই খেলোয়াড়ের ডাক এসেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে।
বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে নাজুক অবস্থায় থাকা ব্রাজিল। গতকাল শুক্রবার প্রতিভাবান উইঙ্গার এস্তোভোকে নিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলেন এস্তেভো। এখনো পর্যন্ত ২১ ম্যাচে ৫ গোল তার। পরিসংখ্যান তার পক্ষে কথা না বললেও প্রতিভা ও সামর্থ্য দিয়ে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন তিনি। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো দলগুলো তাকে নিয়ে করেছে কাড়াকাড়ি। শেষ পর্যন্ত অবশ্য চেলসিই পেরেছে এই তারকাকে দলে ভেড়াতে।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের টেবিলে ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো নেই। ১০ দলের এই লড়াইয়ে মাত্র দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে ছয় নম্বরে। আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। তার চারদিন পরই প্যারাগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলবে দরিভালের দল। এই অঞ্চল থেকে সরাসরি ৬ দলই বিশ্বকাপে খেলবে। সপ্তম দলকে খেলতে হবে মহাদেশীয় প্লে-অফ।
এদিকে, ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন বার্সেলোনায় খেলা ফরোয়ার্ড রাফিনিয়া ও আর্সেনালের একই পজিশনে খেলা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ডাক পেয়েছেন উইঙ্গার লুইস হেনরিক ও ফ্ল্যামেঙ্গোর শীর্ষ গোলদাতা পেদ্রো।
বাছাইপর্বের ২ ম্যাচে ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল, এদেরসন (ম্যান সিটি), বেন্তো (আল নাসর)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মাগলায়েস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি), ইয়ান কুতো (বরুসিয়া), গিলের্মো আরানা (আতলেতিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরালদো (পিএসজি)।
মিডফিল্ডার: লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়াও গোমেস (উলভস)।
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এনদ্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও উইলিয়ান (পালমেইরাস), লুইস হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), সাভিনিও (ম্যান সিটি)।