পাকিস্তানে জাকের-সাইফের সেঞ্চুরির ম্যাচ ড্র
বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের চার দিনের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিও ড্র’তে শেষ হয়েছে। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটির প্রথম দুই দিনই ভেসে যায় বৃষ্টিতে। তাই ড্র হওয়াটা একপ্রকার নিশ্চিতই ছিল। যেখানে দুই দলই শুধু তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে পেরেছে।
প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১১২.২ ওভারে ৪০৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান শাহিনস নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে। চতুর্থ দিনের শেষ বিকেলে ড্র মেনে নেয় দুই দল।
প্রথম ইনিংসে বাংলাদেশের রান পাহাড় গড়ার মূল কারিগর জাকের আলি। ছয়ে নেমে ১৭২ রানের বিশাল এক ইনিংস খেলেন তিনি। এছাড়া তিন নম্বরে নেমে ১১১ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান আসে মাহিদুল ইসলাম অংকনের ব্যাটে। ৩৯ রান করেন এই উইকেটরক্ষক। শাহাদাত হোসেন দীপু খেলেন ২৩ রানের ইনিংস।
জবাব দিতে নেমে শুরুতেই তোপের মুখে পড়ে পাকিস্তান শাহিনস। তাসকিন আহমেদের পেসে কোনো রান করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ইমাম-উল-হক। তবে এর পরে নামা সব ব্যাটারই মোটামুটি রান পেয়েছেন। ওপেনার আলি জারিয়াব ১১৭ রানের ইনিংস খেলেছেন।
পরের চার ব্যাটারই ত্রিশোর্ধ্ব রান পেয়েছেন। অর্ধশত রান করেছেন শারুন সিরাজ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন তাসকিন, তানজিম হাসান সাকিব ও রুয়েল মিয়াহ। প্রসঙ্গত, এর আগেও অনানুষ্ঠানিক এই সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে দুই দল। টেস্ট সিরিজ শেষে ৩টি অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচও খেলবে দুই দল।