বিরল ঘটনা, দলই পেলেন না জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ১৭:৫৮
শেয়ার :
বিরল ঘটনা, দলই পেলেন না জামাল ভূঁইয়া

২০২৪-২৫ মৌসুমের জন্য প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর দলবদলের সময় বাফুফের অনুরোধে তিন দিন বাড়ানোর পর গতকাল শেষ হয়েছে। এই দলবদলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে কোনো ক্লাবই নেয়নি। জাতীয় দলের অধিনায়কের এমন দল না পাওয়ার ঘটনা বিরল। 

গত মৌসুমে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দো মায়োতে যোগ দিয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন জামাল। এরপর যোগ দেন আবাহনী লিমিটেডে। গুঞ্জন ছিল, আবাহনীতেই আসছে মৌসুমে খেলবেন জামাল। তবে তার নাম দেখা যায়নি কোনো ক্লাবেই। 

গতকাল রাতেই শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছাড়া প্রিমিয়ার লিগের সব দল নিজেদের নিবন্ধিত খেলোয়াড়দের নাম জমা দিয়েছে। রাজনৈতিক পালাবদলের কারণে শেখ রাসেল ও শেখ জামাল দলবদলে অংশ নেয়নি। এদিকে, বিদেশি কোনো খেলোয়াড়ই রাখেনি আবাহনী লিমিটেড। তারা দলে রেখেছে ৩২ জনকে। 

প্রসঙ্গত, গত মৌসুমে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তাদের দলে টেনেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফয়সাল আহমেদ ফাহিম, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উইঙ্গার জ্যারেড খাসাকে। কিংস ছেড়ে গেছেন তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত।

এদিকে, রানার্স আপ মোহামেডান থেকে চলে গেছেন শাহরিয়ার ইমন ও হাসান মুরাদ। গতবার দলটির হয়ে দুর্দান্ত খেলা বিদেশি মালির সোলেমান দিয়াবাতে, উজবেকিস্তানের মোজাফফরভ ও নাইজেরিয়ার ইমানুয়েল সানডে ও ইমানুয়েল টনিকে রেখে দিয়েছে তারা।