দুর্ভাগা সাদমান, দুই শ ছাড়িয়ে বাংলাদেশের রান

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ১৭:০০
শেয়ার :
দুর্ভাগা সাদমান, দুই শ ছাড়িয়ে বাংলাদেশের রান

প্রায় ২৮ মাস পর খেলতে নেমেছেন সাদমান ইসলাম। রাওয়ালপিন্ডি টেস্টের আগে বাংলাদেশ দলের এই ওপেনার সাদমান ইসলাম সবশেষ খেলেছিলেন ২০২২ সালের ৪ এপ্রিল। রাওয়ালপিন্ডিতে খেলার কথাই ছিল না তার। সুযোগ মেলে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় কুঁচকির চোটে পড়ায়। হঠাৎ পাওয়া এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগালেন ২৮ মাস পর একাদশে ঢোকা সাদমান। ছুটে যাচ্ছিলেন শতরানের পথে। তবে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। 

আজ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে চা বিরতির আগে ফেরেন সাদমান। ৪ উইকেটে ১৯৯ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় চা বিরতি শেষে আবারও মাঠে নেমেছে বাংলাদেশ। বর্তমানে রান ২০১। পাকিস্তানের থেকে এখনো পিছিয়ে ২৪১ রানে। উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে আছেন সাকিব আল হাসান।

আগের দিনে বিনা উইকেটে ২৭ রান নিয়ে আজ খেলতে নামে বাংলাদেশ। প্রথম সেশনে মোট ৩৬ ওভার খেলা হয়। এই সময়ে স্কোরবোর্ডে ১০৭ রান তোলে নাজমুল হোসেন শান্তর দল। দিনের শুরুতেই ফেরেন জাকির হাসান। পেসার নাসিম শাহর বলে মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। ৫৮ বল খেলে ১২ রান করেন এই ওপেনার। তৃতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হাসান শান্তকে নিয়ে সেই বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন সাদমান। তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক (১৬)। 

৫৩ রানের মধ্যে ২ উইকেট হারানো বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায় তৃতীয় উইকেটে। সাদমানের সঙ্গে এই সময়ে জুটি বাঁধেন মুমিনুল। ব্যাট হাতে সাদমানের চেয়েও দৃঢ়তা দেখিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। একটা সময় সাদমানের রান যখন ৪৮, তখন মুমিনুলের সংগ্রহ মাত্র ২১ রান। মধ্যাহ্ন বিরতির আগে সেখানে ব্যক্তিগত সংগ্রহ ৪৫-এ নিয়ে যান মুমিনুল। এই সময়ে মাত্র ৫ রান আসে সাদমানের ব্যাটে। ফিফটির আগে বেশ কিছুক্ষণ আটকে থাকেন এই ওপেনার। 

দ্বিতীয় সেশনের শুরুতে আউট হন মুমিনুল। হাফ সেঞ্চুরি পূর্ণ করেই খুররম শেহজাদের বলে বোল্ড হন তিনি। ভাঙে তাদের ৯৪ রানের জুটি। তবে সাদমান ছিলেন অবিচল। চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন সাদমান। তবে দলীয় ১৯৯ রানে পেসার মোহাম্মদ আলির বলে বোল্ড হন তিনি। ১৮৩ বলে ১২টি চারের মাধ্যমে ৯৩ রান করেন সাদমান। এরপর জুটি গড়েন সাকিব ও মুশফিক।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে বেশিরভাগ খেলাই ভেস্তে যায় বৃষ্টির কারণে। ওই দিন ৪ উইকেটে ১৫৮ রান তুলে দিন শেষ করে পাকিস্তান। দ্বিতীয় দিনে আরও ভালো ব্যাটিং করে স্বাগতিকরা। শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিং করানোর জন্য ৬ উইকেটে ৪৪৮ রান তুলেই ইনিংস ঘোষণা করে তারা। তবে কোনো উইকেট না হারিয়েই দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা।