আল-নাসরের হয়ে রোনালদোর ‘ফিফটি’

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ১২:০৬
শেয়ার :
আল-নাসরের হয়ে রোনালদোর ‘ফিফটি’

বয়স ৩৯ চলে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। এই বয়সেও মাঠের বাইরে তো বটেই, মাঠেও রেকর্ড গড়ে চলেছেন সিআরসেভেন। সৌদি প্রো লিগেও ফিফটি বা ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এই তারকা। 

গতকাল আল রাদের বিপক্ষে ম্যাচে একটি গোল করে এই মাইলফলকে পৌঁছান রোনালদো। এ নিয়ে চতুর্থ কোনো লিগে ৫০ গোল করলেন পর্তুগিজ এই তারকা। এর আগে, ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি’আয় ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

আল রাদের বিপক্ষে ৩৪ মিনিটে গোল পান রোনালদো। ম্যাচের দ্বিতীয়ার্ধেও একবার প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। তবে ৮৫ মিনিটের সেই গোল বাতিল হয়ে হয়ে অফসাইডের কারণে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। 

২০২৩ সালের জানুয়ারিতে আল-নাসরে যোগ দেন রোনালদো। মৌসুমের মাঝপথে যোগ দিয়েছিলেন তিনি। ২০২৩-২৪ মৌসুমই সৌদিতে রোনালদোর পূর্ণাঙ্গ মৌসুম ছিল। গতবার লিগের রেকর্ড ৩৫ গোল করেছিলেন আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। 

মাঠের বাইরেও সময়টা ভালো যাচ্ছে রোনালদোর। গত পরশু ইউটিউবে চ্যানেল খুলেছেন এই তারকা। ইউটিউব চ্যানেল খোলার পর ১ ঘণ্টায়ই রোনালদোর অনুসারী সংখ্যা দাঁড়ায় ১০ লাখে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যা বিশ্বরেকর্ড। প্রথম দিনে এই সংখ্যা ১ কোটি ২৫ লাখ ছাড়ায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি ১ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। এর আগে, এত অল্প সময়ে অনুসারী সংখ্যায় এমন বিস্ফোরণ আর দেখা যায়নি। 

অন্যদিকে, ১৮ বছর আগে ইউটিউব চ্যানেল খুলেছিলেন মেসি। পরশু রাত ১১টা পর্যন্ত মেসির অনুসারী সংখ্যা ছিল ২.১৬ মিলিয়ন বা ২১ লাখ ৬০ হাজার। এই সময়ে ২০৭টি ভিডিও আপলোড করেছেন মেসি। সেখানে মেসির এই অনুসারী সংখ্যা ২ ঘণ্টায়ই ছাড়িয়ে গেলেন রোনালদো। পরশু ইউটিউব চ্যানেল খেলার ২ ঘণ্টার মধ্যে রোনালদো অনুসারী সংখ্যা দাঁড়ায় ২১ লাখ ৭০ হাজারে। 

রোনালদোর ইউটিউব চ্যানেলের নাম ‘ইউআর ক্রিস্টিয়ানো’। এই নাম লিখে গুগল বা ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে রোনালদো ইউটিউব চ্যানেল। চ্যানেলের ডেসক্রিপশনে লেখা আছে, ‘ইউআর ক্রিস্টিয়ানোয় স্বাগত, এটা ক্রিস্টিয়ানো রোনালদোর অফিশিয়াল ইউটিউব চ্যানেল।’