পাকিস্তানে জাকের-সাইফের দুর্দান্ত সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ১১:৩৮
শেয়ার :
পাকিস্তানে জাকের-সাইফের দুর্দান্ত সেঞ্চুরি

পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুই ম্যাচের চার দিনের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ব্যাটিংয়ে নৈপুণ্য দেখালেন বাংলাদেশের দুই ব্যাটার জাকের আলী ও সাইফ হাসান। দুজনই সেঞ্চুরির ইনিংস খেলেছেন। ইসলামাবাদ ক্লাব মাঠে চলমান ম্যাচের প্রথম দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়।

গতকাল তৃতীয় দিন মাঠে নেমে নিজেদের ব্যাটিং-দক্ষতার প্রদর্শনী দেখালেন জাকের ও সাইফ। জাকের ১৩৬ ও সাইফ ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। এই দুজনের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৪৬ রান সংগ্রহ করে।

জাকের ও সাইফ আলাদাভাবে চতুর্থ উইকেটে ৭৭ এবং পঞ্চম উইকেট জুটিতে ১৩১ রান তুলেন। ছয় নম্বরে ব্যাংিয়ে নেমে ২৪৪ বল খেলে ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩৬ রানের ইনিংস খেলেছেন জাকের। ২২১ বল খেলে ১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ রান করেন সাইফ।