আইসিসির চেয়ারম্যান হচ্ছেন ভারতের বোর্ড সচিব!

ক্রীড়া ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ১১:২৯
শেয়ার :
আইসিসির চেয়ারম্যান হচ্ছেন ভারতের বোর্ড সচিব!

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী চেয়ারম্যান হতে পারেন জয় শাহ। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এমনটিই দাবি করা হচ্ছে। তেমন কিছু হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব পদ ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে জয় শাহকে।

২০২০ সালে প্রথম মেয়াদে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হন গ্রেগ বার্কলে। ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হন তিনি। আগামী নভেম্বরে মেয়াদ শেষে আর এই পদে থাকতে চাইছেন না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট।

প্রশ্ন উঠেছে- কে হচ্ছেন তা হলে আইসিসির নতুন চেয়ারম্যান? উত্তরটা মিলে যেতে পারে কিছুদিনের মধ্যে। পরশু আইসিসির ভাচুয়াল বোর্ড সভায় সিদ্ধান্ত অনুসারে ২৭ আগস্টের মধ্যে পরিচালকদের মনোনয়ন সংগ্রহের কথা বলা হয়েছে।