‘গোপনাঙ্গে আঘাত করুন, ধর্ষকদের যন্ত্রণা দিন’, পোস্ট দিয়ে মুছলেন চাহাল

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১২:৫২
শেয়ার :
‘গোপনাঙ্গে আঘাত করুন, ধর্ষকদের যন্ত্রণা দিন’, পোস্ট দিয়ে মুছলেন চাহাল

ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর হাসাপাতালের ঘটনায় উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। মুখ খুলছেন দেশটির অন্যান্য রাজ্যের জনগণও। গত ৯ আগস্ট আরজি কর হাসপতাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করার হয়েছে। জঘন্য এই ঘটনা নিয়ে চুপ থাকতে পারেননি দেশটির বিভিন্ন অঙ্গনের তারকারা। 

ধর্ষণের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা। ঘটনাটি নিয়ে সরব হয়েছে ভারত জাতীয় দলের ক্রিকেটার জাসপ্রিত বুমরাহ, সাবেক ক্রিকেটার হরভজন সিং ও সৌরভ গাঙ্গুলির মতো তারকারা। সেই পথে শামিল হয়েছিলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালও। তবে পোস্ট দিয়ে সেটি আবার মুছেও দিয়েছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যানুযায়ী, চাহাল লিখেছেন, ‘ফাঁসি? একদম নয়। ওদের পা ভেঙে দিন। গলার হাড় গুঁড়িয়ে দিন। গোপনাঙ্গে আঘাত করুন। ধর্ষকদের বাঁচিয়ে রেখে সেই যন্ত্রণা পেতে দিন, যা ধর্ষণের শিকার একজনকে সহ্য করতে হয়। তার পরে না হয় ফাঁসি দেবেন।’

চাহালের এই পোস্টটি ভাইরাল হয় মুহূর্তেই। তবে কিছুক্ষণ পরই পোস্টটি মুছে দেন তিনি। হতাশা প্রকাশ করে ন্যায়বিচারের পক্ষেই পোস্টটি দিয়েছিলেন তিনি। তবে, পোস্টের ভাষা যথাযথ নয় মনে করে হয়তো মুছে দিয়েছেন তিনি। পোস্টের নিচে এই ব্যাপারটি অনেকেই স্মরণ করিয়ে দিয়েছিলেন। 

গত ৯ আগস্টে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে শিক্ষানবিশ নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর পর থেকে এখনো পর্যন্ত আন্দোলন চলমান আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিও উঠেছে। ন্যায়বিচারের দাবিতে গত সপ্তাহের বুধবার রাতে রাজ্যের নারী সমাজ সড়ক দখল করে রাতভর প্রতিবাদ করে।