বাংলাদেশের বিপক্ষে আউট হয়ে খেপলেন মাসুদ

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ২০:৫৩
শেয়ার :
বাংলাদেশের বিপক্ষে আউট হয়ে খেপলেন মাসুদ

বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের শুরুতে বেশ বিপদেই পড়েছিল পাকিস্তান। দলীয় মাত্র ৩ রানের মাথায় আবদুল্লাহ শফিকের বিদায়ের পর ১৪ রানের মাথায় আউট হন অধিনায়ক শান মাসুদও। আম্পায়ার প্রথমে আউট দেননি। তবে বাংলাদেশ রিভিউ নেওয়ার পর আঙুল উঁচিয়ে ধরেন মাঠের আম্পায়ার। নিজের আউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন মাসুদ। 

ঘটনাটি শরিফুল ইসলামের করা দলীয় সপ্তম ওভারের পঞ্চম বলে। আপাতদৃষ্টিতে তখন দেখা যায়, শরিফুলের করা হঠাৎ লাফিয়ে ওঠা বলটি মাসুদের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। তখন মাসুদকে আউটও দেননি মাঠের আম্পায়ার। 

তবে বাংলাদেশের খেলোয়াড়রা নিশ্চিত ছিলেন বলটি মাসুদের ব্যাট ছুঁয়েই গেছে। সঙ্গে সঙ্গে তৃতীয় আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আল্ট্রাএজে তখন স্পাইক দেখা যায়। এর ফলে আউট দিয়ে দেন আম্পায়ার। উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশি খেলোয়াড়রা। 

মাসুদের কাছে এই সিদ্ধান্তটি ভালো লাগেনি। তখনই আম্পায়ার রিচার্ড কেটলবরোর সাথে উত্তপ্ত আলোচনায় লিপ্ত হন তিনি। এ সময় বেশ হতাশ দেখা যায় তাকে। পাকিস্তান অধিনায়কের কথা, ব্যাট নয়, বলটি প্যাডে লেগেছিল। তবে মাসুদের কথায় কর্ণপাত করেননি আম্পায়ার। প্যাভিলিয়নে ফিরেও শান্ত হননি মাসুদ। দলের অ্যানালিস্টের কাছে গিয়েও দেখাতে থাকেন, বল ব্যাটে নয়, প্যাডে লেগেছিল। তখনও সিদ্ধান্তটি নিয়ে অসন্তোষ দেখাতে থাকেন তিনি। 

মাসুদের পতনের পর বেশ বিপদেই পড়েছিল পাকিস্তান। কোনো রান না করেই আউট হন সাদা বলের অধিনায়ক বাবর আজম। ৩ উইকেট হারিয়ে বসে মাত্র ১৬ রান তুলতেই। যদিও দিন শেষে সাইম আইয়ুব ও সৌদ শাকিলের ব্যাটে শক্ত অবস্থানে তারা। ৪ উইকেটে ১৫৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে দলটি।