বৃষ্টি, হাসান-শরিফুল আর সাইম-শাকিলের দিন

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ১৯:৫১
শেয়ার :
বৃষ্টি, হাসান-শরিফুল আর সাইম-শাকিলের দিন

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনে দাপট দেখাল বৃষ্টি। ৯০ ওভার খেলা থাকার কথা থাকলেও মোটে ৪১ ওভার ব্যাট করেছেন পাকিস্তানের ব্যাটাররা। যতটুকু খেলা হয়েছে তাতে দাপট দেখিয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। তবে এই দুজনের তোপ সামলে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাইম আইয়ুব ও সৌদ শাকিল। তাতে শুরুর বিপর্যয় কাটিয়ে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে পাকিস্তান। 

প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে পাকিস্তান। ৫৬ রান করে আউট হয়েছেন ওপেনার সাইম আইয়ুব। তবে ৫৭ রানে অপরাজিত আছেন শাকিল। তার সঙ্গে আরেক পাশে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান (২৪*)।

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় টস হতে অনেক বিলম্ব হয়েছে আজ। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও টসই হয়েছে বিকেল তিনটায়। টস জিতে ফিল্ডিং বেছে নিতে দেরি করেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন আবদুল্লাহ শফিক ২ রানে, অধিনায়ক শান মাসুদ ৬ রানে ও দলের সেরা ব্যাটার বাবর আজম আউট হয়েছেন কোনো রান করার আগেই। এর মধ্যে শফিকের উইকেট নিয়েছেন হাসান আর মাসুদ ও বাবরকে ফিরিয়েছেন শরিফুল। 

১৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান চতুর্থ উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। শাকিলকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন সাইম। দলীয় ১১৪ রানের মাথায় ভয়ঙ্কর এই জুটি ভাঙেন হাসান। শেষ হয় তার ৫৬ রানের ইনিংস। তবে এদিন আর উইকেট হারায়নি স্বাগতিকরা। 

শরিফুল ১২ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ২ উইকেট নেন। এক ওভার বেশি করে ৩৩ রানের বিনিময়ে হাসানের শিকারও ২ উইকেট। বাংলাদেশের হয়ে এদিন একাদশে ছিলেন দীর্ঘদেহী পেসার নাহিদ রানা। তবে বিদেশ সফরের শুরুর দিনটা মোটেও ভালো কাটেনি তার। ১০ ওভার বল করে ৪৮ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। এদিন মাত্র ২ ওভার বল করেন সাকিব আল হাসান। কোনো মেডেন না পেয়ে ১২ রান দেন তিনি।