তামিম আরও ২-৩ বছর খেলুক, প্রত্যাশা ফারুকের

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ১৯:১৬
শেয়ার :
তামিম আরও ২-৩ বছর খেলুক, প্রত্যাশা ফারুকের

২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ খেলেছিলেন তামিম ইকবাল। এরপর নানা নাটকীয়তায় জায়গা হয়নি বিশ্বকাপে। এর পরেও নানা সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। সবশেষ বিপিএলের পর তামিম বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।’

চলতি বছরের এপ্রিলে বিসিবির সদ্য সাবেক সভাপতি জানিয়েছিলেন, এ বছর নয়, আগামী বছর থেকে ক্রিকেটে ফিরবেন তামিম। দীর্ঘ এই সময়ে ক্রিকেট না খেললেও নিয়মিতই আলোচনায় থাকছেন এই ওপেনার। ক্ষমতার পালাবদলের ছোঁয়া লেগেছে বিসিবিতেও। পাপনের জায়গায় এসেছেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের প্রথম দিনের সংবাদ সম্মেলনেই তামিম প্রসঙ্গ তুললেন বিসিবি সভাপতি। 

তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফারুক বলেন, ‘এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কী চিন্তা করছে, প্রথম তার সঙ্গে কথা বলা দরকার। এদিক-সেদিক না ঘুরিয়ে। তামিম খুব সেন্সিবল ছেলে। আমার মনে হয় ওয়ান অব দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ (বাংলাদেশের এযাবৎকালের অন্যতম সেরা)।’

তামিমকে নিয়ে ফারুকের প্রত্যাশা, ‘আপনি যদি আমাকে বলেন আমি দেখতে চাই তামিম আরও দুই-তিন বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস হবে, টিমে আসতে হলে কী করতে হবে; যে বিভাগুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই আরও দুই বছর ক্রিকেট খেলুক। আমি চাই আর কী।’

গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে অবসর ঘোষণা করেন তামিম ইকবাল। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে, মিরপুরে। তবে ইনজুরির কারণে এশিয়া কাপ ও পরে নানা নাটকীয়তায় ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি দেশের অন্যতম সেরা এই ব্যাটার।

জাতীয় দলে ফেরার ব্যাপারে বিপিএলের ফাইনাল শেষে গত ১ মার্চ তামিম বলেছিলেন, ‘একটা কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাইআমার জন্য ফিরে আসতে হলে অনেক কিছুই ঠিকঠাক হতে হবে। সেসব না হলে স্রেফ ফেরা আর খেলার কোনো মানে নেই...।’ গুঞ্জন রয়েছে, বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে তামিম ইকবালের। দূরত্ব এতটাই বেড়েছে যে, লংকান কোচের অধীনে আর জাতীয় দলে খেলতেই চান না তিনি! এরপর চলতি বছরের এপ্রিলে বিসিবির সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দেন, এ বছর নয়, আগামী বছর থেকে খেলবেন পাপন।