নতুন বিসিবি সভাপতিকে ‘ইমপ্রেস’ করেছেন যে ক্রিকেটার
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, যেকোনো সময় বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন নাজমুল হাসান পাপন। সেই গুঞ্জনকে সত্যি করে আজ পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের এই সংসদ সদস্য। পাপনের জায়গায় দেশের ১৫তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ।
বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই আজ সংবাদ সম্মেলন করেছেন ফারুক। আজ বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা বলেছেন সাবেক এই ক্রিকেটার। সংবাদ সম্মেলনে একজন ক্রিকেটারের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি। তিনি লেগ স্পিনার রিশাদ হোসেন। দীর্ঘদেহী এই লেগ স্পিনারের দ্বারা ইমপ্রেস (ইতিবাচক প্রভাব) হয়েছেন বলে জানান ফারুক।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনের এই সংবাদ সম্মেলনে ফারুক বলেন, ‘একটা প্রশ্ন আমি করব, আমার মনে হয় রিশাদ একজন ভালো ক্রিকেটার। সে কিন্তু লঙ্গার ভার্সনটা (টেস্ট ক্রিকেট) খুব ভালো খেলতে পারে। (দল গঠনে) এরকম সাজেশন থাকবে। আমার মনে হয় এই ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ছেলেটা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টপ স্পিন ও আর্ম বলের সঙ্গে টার্ন করাতে পেরেছে। যে কারণে আমার কাছে মনে হয়েছে সে টেস্ট ম্যাচ অথবা এইচপি....(দলে খেলতে পারে)। আমি জানি না ও ‘এ’ টিমে খেলতে গেছে কি না। অন্য যেকোনো একটা লেভেলে লেগ স্পিনারদের অনেক বল করতে হয়। সেজন্য এরকম সাজেশন আর কি।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ। আসরে সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন। যেখানে ২১ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।
সবমিলিয়ে এখনো পর্যন্ত ২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিশাদ। ৭.৩৬ ইকোনমিতে তার উইকেটসংখ্যা ২৯। তবে ওয়ানডেতে মাত্র ৩ ম্যাচ খেললেও টেস্টে এখনো অভিষেক হয়নি এই দীর্ঘদেহী লেগ স্পিনারের।