আসছে যুবরাজের বায়োপিক

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৪, ১৬:২১
শেয়ার :
আসছে যুবরাজের বায়োপিক

যুবরাজ সিং চলতি বছরের জানুয়ারিতেই জানিয়েছিলেন, এবার দ্রুতই বড়পর্দায় দেখা যাবে তার জীবনের গল্প। আজ মঙ্গলবার টি সিরিজ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকার বায়োপিক আসছে।

নির্মাতাদের পক্ষ থেকে যুবরাজের ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'পিচ থেকে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়া কিংবদন্তির যাত্রাকে পুনরুজ্জীবিত করুন। যুবরাজ সিংয়ের দৃঢ়তা এবং গৌরবের গল্প শীঘ্রই বড় পর্দায় আসছে'!

ছবির নাম অবশ্য ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটির নাম হতে পারে 'সিক্স সিক্সেস'। ভূষণ কুমার ও রবি ভাগচান্দকার প্রযোজনায় যুবরাজের গল্প কবে সিলভার স্ক্রিনে দেখা যাবে, তাও এখনও জানা যায়নি। এমনকি পর্দার যুবরাজ কে হবেন, সে বিষয়েও কোনো আপডেট নেই। যদিও যুবরাজ কলকাতার ইভেন্টে জানিয়ে ছিলেন যে, তিনি রণবীর কাপুরকেই দেখতে চাইবেন তার ভূমিকায়।

উচ্ছ্বসিত যুবরাজ ভ্য়ারাইটি ম্য়াগাজিন ক্রিকেটারকে উদ্ধৃত করে লিখেছেন, 'আমি বিরাট সম্মানিত যে আমার গল্পটি ভূষণজি এবং রবি সারা বিশ্ব জুড়ে আমার লক্ষ লক্ষ ভক্তদের কাছে দেখাতে চলেছেন। জীবনের সকল ওঠাপড়ায় আমার সবচেয়ে বড় ভালোবাসা ও শক্তির উৎস এই ক্রিকেট। আমি আশা করি এই সিনেমা দেখে বাকিরাও নিজেদের চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করে নিজেদের স্বপ্নকে আঁকড়ে এগিয়ে যেতে পারবে। যেখানে থাকবে অটুট আবেগ। এই সিনেমা বাকিদের অনুপ্রাণিত করবে।'

২২ গজের ক্রিকেটে ২৫ বছর কাটিয়ে থেমেছিলেন যুবরাজ। ২০০০ সালে নাইরোবিতে কেনিয়ার হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট শুরু যুবরাজের। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ফাইনালে তার ৬৯ রানের ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে উজ্বল হয়ে রয়েছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয়টি ছয় মেরে ইংল্যান্ডের রাতের ঘুম কেড়েছিলেন তিনি।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে বিশ্বকাপে যুবরাজের অবদান ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন ক্যানসার জয়ী অলরাউন্ডার।

এর আগে ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া যুগ্মভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল শ্রীলংকার সঙ্গে। সেই দলেও ছিলেন যুবরাজ। বোঝাই যাচ্ছে যে, যুবরাজের বায়োপিকে রসদের কোনো অভাব হবে না। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩৮ হাজারের ওপর রানের সঙ্গেই ৪৩৫ উইকেট রয়েছে যুবরাজের! ২০১৯ বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা করেছিলেন তিনি।