বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে মানুষের সহায়তা জরুরি: হিলি
আইসিসির ভবিষ্যৎ সূচী অনুযায়ী, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশে। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। তবে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভ্রমণ সতর্কতা দিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো। সেক্ষেত্রে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ আয়োজন করতে পারবে কি না, সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ভারতও টুর্নামেন্টটি আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প দেশ হিসেবে ভাবা হচ্ছে। তালিকায় আছে শ্রীলংকা আর জিম্বাবুয়েও। এরই মধ্যে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলিও জানালেন বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আশঙ্কার কথা।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলি জানিয়েছেন, কোনো একটি টুর্নামেন্ট ভালোভাবে চলা ও শেষ করা বাংলাদেশে এখন বেশ কঠিন। তিনি বলেন, ‘এই মুহূর্তে সেখানে ক্রিকেট টুর্নামেন্ট চালানো এবং যারা সংগ্রাম করছে--- তাদের পুঁজি অন্য জায়গায় (খেলায়) ব্যবহার করা আমার কাছে কঠিন মনে হচ্ছে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন।’
হিলি আরও বলেন, ‘এই মুহূর্তে একজন মানুষ হিসেবে সেখানে খেলতে যাওয়া আমার পক্ষে কঠিন হবে। আমি মনে করি এটি করা ভুল কাজও হতে পারে। যদিও আমি পুরো বিষয়টি আইসিসির ওপর ছেড়ে দেব।’