বাংলাদেশ সিরিজে আবরার-গুলামকে সরানোয় তোপের মুখে ওয়াকার

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১৬:২৯
শেয়ার :
বাংলাদেশ সিরিজে আবরার-গুলামকে সরানোয় তোপের মুখে ওয়াকার

শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন এনেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের স্কোয়াড থেকে সরানো হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদ ও অলরাউন্ডার কামরান গুলামকে। এমন সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার তানভির আহমেদের। এজন্য সদ্য নিয়োগপ্রাপ্ত পিসিবি প্রধানের উপদেষ্টা ওয়াকার ইউনিস ও নির্বাচকদের ওপর তোপ দেগেছেন তিনি। 

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। জাতীয় দল থেকে বাদ পড়ে এই দুই ক্রিকেটার এখন পাকিস্তান শাহিনসের (এ দল) হয়ে খেলবেন। রাওয়ালপিন্ডি টেস্টের একদিন আগে ২০ আগস্ট ইসলামাবাদে পাকিস্তান শাহিনস খেলবে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ ঝেড়ে তানভির লেখেন, ‘আপনারা দেখেছেন? বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে আবরার আহমেদ ও কামরান গুলামকে বাদ দিয়েছে ওয়াকার ইউনিস ও নির্বাচক কমিটি। পাকিস্তান ক্রিকেটের বাকি সম্মানও এই ওয়াকার ইউনিসের মাধ্যমে নষ্ট হবে।’

তানভির আরও লেখেন, ‘দল থেকে আবরার ও কামরান গুলামকে যারা বাদ দিয়েছে, এরকম তৃতীয় শ্রেণির নির্বাচক কমিটির প্রতি লজ্জা। ওয়াকার ইউনিস কোথায়, যে বিশাল কিংবদন্তি হিসেবে পরিচিত? এই দুজন কীভাবে বাদ পড়তে পারে?’

আবরার ও গুলামের বাদ পড়ায় বাংলাদেশ সিরিজে পাকিস্তানের স্পিন বিকল্প কমে গেল অনেকটাই। সম্ভবত তিন পেসার; শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও মির হামজাকে খেলাতে পারে পাকিস্তান। একমাত্র স্পিনার হিসেবে খেলানো হতে পারে আগা সালমানকে। মূলত, শেষ মুহূর্তে দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি থেকে রাওয়ালপিন্ডিতে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। 

পাকিস্তান টেস্ট স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার) এবং শাহীন শাহ আফ্রিদি।