ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ২০:৩২
শেয়ার :
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আগামী ২-১০ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের কোচ হাভিয়ের কাবরেরা চাইছেন বাংলাদেশেই ম্যাচ দুইটি খেলতে। বাফুফের প্রত্যাশাও একই। তবে রাজনৈতিক পালাবদলের কারণে বাংলাদেশে আসার আগ্রহ দেখাচ্ছে না ভুটান। ফলে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ম্যাচ দুটি ভুটানে হওয়ার সম্ভাবনাই বেশি।

আগামী মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত ৪ নম্বর পটে আছে বাংলাদেশ। যার ড্র হবে ডিসেম্বরে। তখনও যদি ৪ নম্বর পটে থাকে তাহলে গ্রুপে থাকা বাকি তিনটি দল বাংলাদেশের জন্য হবে কঠিন প্রতিপক্ষ। তাই ভুটানের সঙ্গে দুটি ম্যাচ খেলে র‌্যাঙ্কিং বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভুটান আছে ১৮২ নম্বরে। বাংলাদেশের অবস্থান আরও দুই ধাপ নিচে, ১৮৪তম স্থানে। তাদের মাটিতে তাদের হারানো খুব একটা সহজ হবে না।