রিয়াল মাদ্রিদে যে কারণে বিরক্ত হতেন ওডেগার্ড

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১৯:০৪
শেয়ার :
রিয়াল মাদ্রিদে যে কারণে বিরক্ত হতেন ওডেগার্ড

২০১৫ সালে প্রথমে আলোচনায় আসেন মার্টিন ওডেগার্ড। ১৬ বছর বয়সী এই নরওয়ের তারকাকে দলে ভিড়িয়ে সাড়া ফেলে দিয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপের মধ্যে ওডেগার্ডকে ধরা হতো উজ্জ্বল প্রতিভা হিসেবে। যদিও লস ব্লাঙ্কোসদের হয়ে যাত্রাটা সুখকর হয়নি ওডেগার্ডের। 

রিয়াল থেকে ৩ বছরের লোনে থাকার পর ২০২১ সালে অস্থায়ীভাবে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেন ওডেগার্ড। ৬ মাস পরই এই তারকাকে স্থায়ী করে নেয় আর্সেনাল। উত্তর লন্ডনের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই আলো ছড়াতে শুরু করেন এই তরুণ। বর্তমানে মিকেল আরতেতার দলের অন্যতম ভরসা ওডেগার্ড। সম্প্রতি রিয়াল মাদ্রিদে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেছেন আর্সেনাল অধিনায়ক। 

ক্লাবের ইউটিউব চ্যানেলে তরুণ আর্সেনাল প্রতিভা ইথান নওয়ানেরির সাথে কথোপকথনে রিয়াল মাদ্রিদে থাকার সময়ের একটি নেতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেছেন ওডেগার্ড। তিনি বলেন, ‘এটি বিরক্তিকর একটি বিষয় ছিল। সবাই আমাকে ছোট বাচ্চা মনে করত, যেখানে আমি নিজেকে কেবল একজন সাধারণ খেলোয়াড় হিসেবে মনে করতাম।’

রিয়াল মাদ্রিদে শুরুর দিকে অভিজ্ঞতার বর্ণনায় ওডেগার্ড বলেন, ‘আমি যখন মাদ্রিদে আসি এবং প্রথম দলের সাথে অনুশীলন শুরু করি, সেখানে রোনালদো (ক্রিস্টিয়ানো), বেনজেমা (করিম) এবং বেলের (গ্যারেথ) মতো সব বড় খেলোয়াড় ছিলেন। ড্রেসিংরুমে এবং যখন তারা পিঁচে যেতেন আমি সেখানে যেতাম এবং তাদের দক্ষতা দেখতাম। অবিশ্বাস্য সব মুহূর্ত ছিল সেগুলো।’

প্রসঙ্গত, গতকাল শনিবার উলভসকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম শুরু করেছে আর্সেনাল। আগামী ২৪ আগস্ট লিগের দ্বিতীয় ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবেন ওডেগার্ডরা।