বাংলাদেশ সিরিজের আগে নাসিমের বক্তব্য নিয়ে কামরানের উদ্বেগ

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১৬:৩৫
শেয়ার :
বাংলাদেশ সিরিজের আগে নাসিমের বক্তব্য নিয়ে কামরানের উদ্বেগ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তানের দলগত ক্রিকেট খেলার কথা জোর দিয়ে বলেছিলেন নাসিম শাহ। পাকিস্তানের তরুণ এই পেসারের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল। 

কঠিন সময়ের কথা উল্লেখ করে সম্প্রতি নাসিম বলেছিলেন, ‘আমাদের প্রত্যাবর্তন ভালো ছিল না এবং আমরা অস্বীকার করছি না আমরা ভালো ক্রিকেট খেলিনি। সমালোচনা (খেলার) একটি অংশ এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এটি সহ্য করতে হবে। প্রত্যাবর্তন, ভালো খেলার ও দল হিসেবে খেলার ভালো সুযোগ এটি (বাংলাদেশ সিরিজ)।’

নাসিমের এই মন্তব্যের সূত্র ধরে কামরান বলেছেন, ‘নাসিম শাহ, গণমাধ্যমের সঙ্গে সে যা বলেছে সেটা আমার কাছে কিছুটা উদ্বেগজনক লেগেছে- যে আমাদের এক হয়ে খেলতে হবে। তার মানে কী দাঁড়ায়? এর আগে কি দলটি একতাবদ্ধ হয়ে খেলেনি? এসব কথা বলা হয় যখন দলের মধ্যে এমন কিছু (মতানৈক্য) থাকে। তাই দেখা যাক। নাসিম শাহ যেটি বলেছে বা আমি যেটি শুনেছি সেটি টিম ম্যানেজমেন্ট বা পিসিবির শেষ (মীমাংসা) করা উচিত।’

কামরান আকমল আরও বলেন, ‘ঈশ্বর না করুন, এমন কিছু (দলে বিভক্তি) না হোক। এবং এই মুহূর্তে দলে তাদেরই দরকার, যারা ক্রিকেটকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে, এবং এটা ভালো ক্রিকেট ও ভালো ইচ্ছাশক্তির মাধ্যমে জয়েই সম্ভব। পাকিস্তানের জন্য এটা ভালো সুযোগ। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজ রয়েছে। তাদের ২-০ ব্যবধানে সিরিজ জেতা উচিত যেমন জিতেছিল বাংলাদেশ সফরেও।’