চ্যাম্পিয়ন হয়ে লেভারকুসেনের মৌসুম শুরু

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১২:৩৬
শেয়ার :
চ্যাম্পিয়ন হয়ে লেভারকুসেনের মৌসুম শুরু

নতুন মৌসুমের শুরুটা দারুণ করল বায়ার লেভারকুসেন। স্টুটগার্ডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতে নিল জাভি আলোনসোর শিষ্যরা। মূল ম্যাচে ২-২ গোলে সমতা থাকার ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

জার্মান রূপকথা লিখা লেভারকুসেন গত মৌসুমের শেষ ম্যাচে জার্মান কাপের ফাইনালে শিরোপা জিতে মাঠ ছেড়েছিল। এবার শুরুটাও হলো চ্যাম্পিয়ন হয়ে।

গতকাল বে–অ্যারেনায় ম্যাচের ১১তম মিনিটেই ভিক্টর বোনিফেইসের গোলে এগিয়ে যায় লেভারকুসেন। অবশ্য ৪ মিনিটের বেশি এই লিড ধরে রাখতে পারেনি তারা। স্টুটগার্টকে সমতায় ফেরান এনজো মিলট।

৩৭তম মিনিটে বড় ধাক্কা খায় লেভারকুসেন। বিপজ্জনকভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মার্টিন টরিয়ের। এরপর ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয়েছে লেভারকুসেনকে।

স্টুটগার্ট ৬৩তম মিনিটে এগিয়ে যায়। এরপর ম্যাচে লেভারকুসেন যখন হারের অপেক্ষায়, তখনই গত মৌসুমের মতো ঘুরে দাঁড়ানোর উপাখ্যান লিখে ফিরে আসে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। প্যাটট্রিক শিকের গোলে ৮৮তম মিনিটে সমতায় ফেরে লেভারকুসেন।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে বাজিমাত করে লেভারকুসেন।

এদিকে জাভি আলোনসো দায়িত্ব নেওয়ার পর এটি বায়ার্নের তৃতীয় শিরোপা। এর আগে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপাও জিতেছিল তারা।