অস্ট্রেলিয়ায় ফাইনালে বাংলাদেশ এইচপি

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১১:৫৪
শেয়ার :
অস্ট্রেলিয়ায় ফাইনালে বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়া অনুষ্ঠিত টপ এন্ড সিরিজে বাংলাদেশ হাইপারফরম্যান্স দলকে (এইচপি) ফাইনালে তুললেন শামীম হোসেন ও মাহফুজুর রহমান। আজ রবিবার অস্ট্রেলিয়ান দল নর্দান টেরিটরির বিপক্ষে ২১ রানে জয় পেয়েছে এইচপি।

ডারউইনে শামীম-মাহফুজুরের ৪৯ রানের জুটিতে ৭৭ রানে ৫ উইকেট হারানোর পরও ২০ ওভারে ১৩৮ রান তোলে এইচপি। ফিল্ডিংয়ে নেমে এরপর রিপন মণ্ডল–রাকিবুল হাসানদের দারুণ বোলিংয়ে ২০ ওভারে ১১৭ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটরি।

এদিন জিশান আলমের সঙ্গে ইনিংস ওপেন করেন পারভেজ হোসেন। তিন নম্বরে খেলেন জাতীয় দলের নিয়মিত ওপেনার তানজিদ হাসান। জিশান আউট হন ৪ রান করে, পারভেজ ২৩ বলে করেন মাত্র ১৭ রান।

তানজিদ অবশ্য তিন নম্বরে নেমেও ইনিংস বড় করতে পারেননি। ১১ বলে করেছেন ১৬ রান। ১৬ বলে ২২ রান করেছেন আফিফ হোসেন। শেষ পর্যন্ত শামীমের ৩৪ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসই বাংলাদেশকে পথ দেখিয়েছে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ২০ বলে ২১ করা মাহফুজুর।

নর্দান টেরিটরি ১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার জ্যাক ওয়েদার্লড ও ডার্চি শর্ট ৪১ রানের জুটি গড়েন। তবে শর্ট ও ওয়েদার্লড আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নর্দান টেরিটরি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৭ রানেই থামতে হয় তাদের। ৩৬ রানে ৩ উইকেট নেন রিপন। ১৫ রানে ২ উইকেট রাকিবুলের।

এদিকে অন্য সেমিফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩০ রানে হেরেছে পাকিস্তান ‘এ’ দল। অ্যাডিলেডের ১৯৭ রানের জবাবে পাকিস্তান ‘এ’ করতে পারে ১৬৭ রান। ডারউইনে ফাইনাল আজ দুপুর সাড়ে ১২টায়, বাংলাদেশের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স।