রোনালদোর আল নাস্রকে উড়িয়ে শিরোপা জিতল আল হিলাল
সৌদি সুপার কাপের ফাইনালে আল নাস্রকে রীতিমতো বিধ্বস্ত করে শিরোপা জিতল আল হিলাল। এ জয়ে আসরটিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের মুকুট পরল আল হিলাল। তবে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের।
শনিবার আভা সিটিতে ফাইনালে সৌদি চ্যাম্পিয়ন আল হিলাল ৪-১ গোল জিতেছে। যেখানে সুপার কাপে এটি তাদের রেকর্ড পঞ্চম শিরোপা। দুটির বেশি নেই আর কারো।
অথচ ম্যাচে আল নাস্র রোনালদোর গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তাদের একরকম উড়িয়ে দিয়েছে আল হিলাল।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ৪৪তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাস্র। বাইলাইন থেকে সতীর্থের কাট ব্যাক পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজে নেন তিনি।
তবে আল হিলাল সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি। বিরতির পর ৫৫তম মিনিটে স্কোর লাইন ১-১ করে ফেলেন সের্গেই মিলিনকোভিচ-সাভিচ।আট মিনিট পর আল হিলালকে এগিয়ে নেন আলেকসান্দার মিত্রোভিচ। ৬৯তম মিনিটে তার আরেক গোলে বাড়ে ব্যবধান।
আল নাস্রের জালে এরপর বল পাঠিয়ে আল হিলালের জয় নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম।