বিএনপি নেতা দুলুকে শোকজ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশটি গতকাল শনিবার তাকে দেওয়া হয়।
ওই নোটিশে বলা হয়, গত শুক্রবার ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে’Ñ আপনার এ বক্তব্য দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থি। বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলটি কখনই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
নোটিশে আরও বলা হয়, গত ১৫-১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচারী সরকারের ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছে। সম্প্রতি শিক্ষার্থী-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্রের যে জাগরণ সৃষ্টি হয়েছে, আপনার বক্তব্য সেটিকে কালিমালিপ্ত করেছে। কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এ বক্তব্য বিএনপির গণতান্ত্রিক সংগ্রামকে হেয় প্রতিপন্ন করার শামিল।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল
উল্লিখিত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শীয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় ওই নোটিশে।
আরও পড়ুন:
কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম