সালাহ-জটাদের গোলে লিভারপুলের জয়ে শুরু
ইপ্সউইচ টাউনকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের শুরুটা দারুণ করল লিভারপুল। দলের হয়ে একটি করে গোল করে অবদান রাখেন দিয়েগো জটা ও মোহামেদ সালাহ।
আজ শনিবার প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে কোনো গোল না পেলেও বিরতির পর ৫ মিনিটের ব্যবধানে দুই গোল লিভারপুলকে স্বস্তি এনে দেয়। তবে ২২ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ইপ্সউইচের শুরুটা সুখকর হলো না।
যদিও ইয়র্গেন ক্লপ পরবর্তী স্লটের অধীনে প্রথমার্ধে একেবারেই নিষ্প্রভ ছিল লিভারপুলের আক্রমণভাগ। উল্টো প্রথমার্ধে ভালো খেলে ইপ্সউইচ। ২০তম মিনিটে জ্যাকব গ্রিভসের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক আলিসন। ১০ মিনিট পর ওমারি হাটচিনসনের নিচু শট ঝাঁপিয়ে ঠেকান এই ব্রাজিলিয়ান।
বিরতির পর ছন্দময় ফুটবল উপহার দেয় লিভারপুল। এই অর্ধে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে সফরকারীরা। ৬০তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের থ্রু বল ধরে সালাহ পাস দেন ছয় গজ বক্সের বাইরে, ছুটে গিয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড জটা।
আর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। দমিনিক সোবোসলাইয়ের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন মিশরীয় ফরোয়ার্ড।
এদিকে প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি গোলের রেকর্ড একার করে নিলেন সালাহ (৯)। তিনি ছাড়িয়ে গেলেন অ্যালান শিয়েরার (৮), ওয়েইন রুনি (৮) ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে (৮)।