আর জি কর কাণ্ডে কঠোর শাস্তি দাবি গাঙ্গুলীর
আর জি করে ধর্ষণ ও খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতজুড়ে নেমেছে জনতার ঢল। হাজার হাজার নারী রাজপথে নেমে, মোমবাতি-মশাল হাতে দখল নিল রাতের। কার্যত গণজাগরণ ঘটল পশ্চিমবঙ্গে।
এদিকে এই আন্দোলনে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গলীর প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। কোনো মহল থেকে বলা হয়েছিল, এমন নৃশংস ঘটনায় সৌরভের মতো ব্যক্তিত্বের থেকে আরও স্পষ্ট প্রতিবাদ প্রত্যাশিত ছিল।
এবার সেটাই শোনা গেল সাবেক ভারত অধিনায়কের কণ্ঠে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদ করলেন। তার কথায়, ‘এটা নারকীয় ঘটনা। আশা করব এর কঠোর শাস্তি হবে।’
এর আগে আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে গত রবিবার প্রাথমিক প্রতিক্রিয়ায় সৌরভ বলেছিলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত ও বাংলা নারীদের জন্য নিরাপদ।’
তবে সৌরভের সেই প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। এদিন মেয়ে সানার অফিসের এক অনুষ্ঠানে গিয়ে সৌরভ বলেন, ‘আমার আগের মন্তব্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না। কিন্তু এটা একটা নারকীয় ঘটনা। এর কঠোর শাস্তি হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ হবে। আমাদের দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছেন, সেটাও প্রত্যাশিত। এই ধরনের নারকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।’