মার্করাম-ভেরেইন্নের ব্যাটে চালকের আসনে দ. আফ্রিকা
১৩ বছর পর গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে দীর্ঘ সংস্করণের ক্রিকেট টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার এই টেস্টে প্রথম দিনেই ১৭ উইকেট পড়েছিল মাঠটিতে। তাতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৬০ রানে অলআউট হওয়ার পর ক্যারিবিয়ানরা অলআউট হয়েছে ১৪৪ রানে। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ ইনিংসে ঘুরে দাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।
গতকাল টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়েই স্কোরবোর্ডে ২২৩ রান যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৬ রানের লিড পাওয়া প্রোটিয়াদের দ্বিতীয় দিন শেষে লিড ২৩৯ রানের। হাফ সেঞ্চুরি পেয়েছেন এইডেন মার্করাম ও কাইল ভেরেইন্নে। ওপেনিংয়ে নেমে ৫১ রানের ইনিংস খেলেছেন এইডেন মার্করাম। টেস্টে এটি তার ১১তম ফিফটি।
ফিফটি পেয়েছেন ছয়ে নামা অলরাউন্ডার কাইল ভেরেইন্নেও। ৫০ রান নিয়ে এখনো অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ৩৪ রান করে অপরাজিত আছেন উইয়ান মুল্ডার। ষষ্ঠ উইকেটে এই দুজন যোগ করেন অবিচ্ছিন্ন ৮৪ রান। এছাড়া ৩৯ রান করেছেন টনি ডি জর্জি।
এর আগে, ৭ উইকেটে ৯৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন তারা দলের সঙ্গে যোগ করে আরও ৪৭ রান। এর সবচেয়ে বড় অবদান জেসন হোল্ডার ও ১১ নম্বরে ব্যাটিংয়ে নামা শামার জোসেফের। দিনের শুরুতেই পতন হয় দুই উইকেটের। তবে শেষ উইকেট জুটিতে হোল্ডার-শামার যোগ করেন ৪০ রান। শেষ পর্যন্ত শামার ২৫ রান করে আউট হলেও ৫৪ রানে অপরাজিত ছিলেন হোল্ডার। এর আগে ত্রিনিনাদে প্রথম টেস্টটি ড্র হয়েছিল।