শরিফুলের স্বপ্নের উইকেট ‘বাবর আজম’

ক্রীড়া প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৪, ১০:৩৪
শেয়ার :
শরিফুলের স্বপ্নের উইকেট ‘বাবর আজম’

দেশের উদ্ভূত বর্তমান পরিস্থিতির মধ্যেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২১ আগস্ট ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে দুদলের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। নির্ধারিত সময়ের আগেই লাহোরে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে টাইগাররা। 

গতকাল লাহোরে অনুশীলন পর্ব শেষ হয়েছে নাজমুল হোসেন শান্তদের। প্রথম টেস্ট সামনে রেখে আজ ইসলামাবাদে রওনা দেবেন তারা। গতকাল লাহোরে অনুশীলনের শেষ দিন পাকিস্তানের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি বললেন, তার স্বপ্নের উইকেট হলেন- বাবর আজম।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ছাত্র আন্দোলন হচ্ছে। তবে বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপদেই আছেন। পাকিস্তানের দেওয়া সুযোগ-সুবিধার প্রশংসা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার শরিফুল। তিনি বলেন, ‘আমাদের জন্য দারুণ অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা। তবে কিছুটা গরম (লাহোরে)। ইসলামাবাদেও গরম...।’ 

অনেক দিন বিরতির পর আবার টেস্ট ক্রিকেট খেলতে নামবেন শরিফুল। গত মার্চে সিলেটের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলেছিলেন তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি। তবে শ্রীলংকার প্রিমিয়ার লিগ ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন এই বাঁহাতি পেসার। 

প্রস্তুতি প্রসঙ্গে এই তরুণ বোলার জানালেন, ‘অনেক দিন পর লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছি। মানিয়ে নিতে হয়েছে। আমরা কিছু দিন সময় পেয়েছি। ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড নিয়ে কাজ করতে হয়েছে। আমি মনে করি, সব কিছু প্রায় কাভার হয়েছে।’ 

পাকিস্তানে খেলাটাকে চ্যালেঞ্জ মনে করছেন শরিফুল। বিশেষ করে পাকিস্তানের বিশ্বমানের ব্যাটিং লাইনআপ রয়েছে। যেখানে বাবর আজম ও শান মাসুদের মতো বড় মাপের খেলোয়াড় রয়েছেন। শরিফুল বলেছেন, ‘তারা বিশ্বমানের ব্যাটসম্যান। আমাদের বোলিং আক্রমণও ভালো। তাদের বিপক্ষে লড়াই করতে হবে। এ ছাড়া তাদের ঘরের মাঠে খেলা। তাই আমাদের কাজটা কঠিন হবে। আমাদের মানিয়ে নিতে হবে এবং লড়তে হবে।’ 

শরিফুল জানান, তার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবরের উইকেটটি নিতে চাইবেন তিনি। তরুণ পেসার শরিফুল বলেন, ‘আমার মতে, বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হবেন বাবর আজম। দ্রুত তার উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তার সঙ্গে এলপিএল খেলেছি। মানুষ হিসেবেও তিনি খুব ভালো।’

ইসলামাবাদের রাওয়ালপিন্ডির উইকেটে ঘাস আছে। তা পেস বোলারদের জন্য বাড়তি সুবিধা দেবে। উইকেটে ঘাস থাকায় শরিফুলও খুশি। তিনি জানালেন, রাওয়ালপিন্ডির উইকেট এখনো দেখেননি। তিনি শুনেছেন, ফাস্ট বোলারদের জন্য উইকেটে ঘাস রাখা হয়েছে। বাংলাদেশও উইকেটে ঘাসের প্রত্যাশা করছেন। সব ফাস্ট বোলারই উইকেটে ঘাস ও সিম মুভমেন্ট পছন্দ করেন। এটি ফাস্ট বোলারদের জন্য ভালো। উইকেট বিবেচনায় চার পেসার খেলানোর সম্ভাবনা রয়েছে।