জয় দিয়ে মৌসুম শুরু করল ইউনাইটেড ও পিএসজি

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ০৯:২৪
শেয়ার :
জয় দিয়ে মৌসুম শুরু করল ইউনাইটেড ও পিএসজি

শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে গতকাল শুক্রবার মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যাম। ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া এই ম্যাচে কষ্টার্জিত জয় পায় স্বাগতিকরা। অন্যদিকে, ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে লে হাভেরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কিলিয়ান এমবাপ্পে পরবর্তী যুগের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। 

ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখাতে থাকে ইউনাইটেড। ম্যাচের ১৩ মিনিটে ২৫ গজ দূরে থেকে শট নেন ফুলহ্যামের কেনি টেটে। তবে দারুণ একই সেইভে সেটি রুখে দেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা। প্রধমার্ধে ফুলহ্যামের লক্ষ্যে শট সেই একটিই। ২৭ মিনিটে দারুণ সুযোগ এসেছিল ইউনাইটেডের সামনে। ভুল করে ক্যাসেমিরোর কাছে বল পাঠিয়ে দিয়েছিলেন ফুলহ্যাম গোলরক্ষক বার্নার্ড লেনো। কাসেমিরোর থেকে বল নিয়ে জোরালো শট করেন ব্রুনো ফের্নান্দেস। তবে দারুণ দক্ষতায় সেটি পা দিয়ে ঠেকিয়ে দেন লেনো। 

সাত মিনিট পর আরও একটি গোল পেতে পারত ইউনাইটেড। তবে ক্যাসেমিরোর থেকে পাওয়া পাসে ডি বক্স থেকে ব্রুনোর নেওয়া শট এবারও ঠেকিয়ে দেন লেনো। ৩৭ মিনিটের মাথায় সুযোগ নষ্ট করেন ক্যাসেমিরো। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ শানাতে থাকে ইউনাইটেড। তবে বারবার রেড ডেভিলদের আক্রমণ ঠেকিয়ে দেন লেনো। ৭৪ মিনিটে সুযোগ পেয়েছিল ফুলহ্যাম। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের চমৎকার স্লাইডে গোলবঞ্চিত হয় ফুলহ্যাম। ৮৭তম মিনিটে আর গোলবার রক্ষা করতে পারেননি লেনো। বদলি নামা জিকর্জি দারুণ এক গোলে ইউনাইটেডকে জিতিয়ে দেন। 

অন্যদিকে, লিগ ওয়ানে লে হাভেরের বিপক্ষে ম্যাচের ৩ মিনিটেই লি কাং-ইনের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে হাভের। তবে এরপর আক্রমণের ঢেউ তোলে পিএসজি। যদিও গোলের দেখা পাচ্ছিল না ফরাসি জায়ান্টরা। ম্যাচের শেষ ৫ মিনিটে ৩ গোল পায় দলটি। ৮৫তম মিনিটে পিএসজিকে ২-১ গোলে এগিয়ে দেন ওসমান দেম্বেলে। পরের মিনিটেই গোল দেন বারকোলা। তার চার মিনিট পর আরও একটি গোল দেন কোলো মুয়ানি। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পিএসজি।