পাকিস্তান শাহিনসের বিপক্ষে জয়-সাকিবদের ড্র

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ০৮:৪৬
শেয়ার :
পাকিস্তান শাহিনসের বিপক্ষে জয়-সাকিবদের ড্র

পুরো ৪ দিন খেলা হলে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হারার সম্ভাবনাই বেশি ছিল। তবে তৃতীয় দিন পুরোপুরি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এবং চতুর্থ ও শেষ দিন আলোর স্বল্পতার কারণে খেলা একটু আগেভাগেই বন্ধ হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল হাসান জয়-তানজিম হাসান সাকিবরা। 

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে চার দিনের এই ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়েই ৩৬৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। এই রানেই ইনিংস ঘোষণা করে তারা। 

চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমে শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। চা-বিরতির সময় বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৪২। চা-বিরতি থেকে ফিরে আরও ৩ উইকেট হারায় টাইগাররা। ৭৭ রানে ৪ উইকেট হারানো দলটি পরাজয়ের চোখ রাঙানি দেখতে পাচ্ছিল। তবে ড্র হওয়ার আগে ১টির বেশি আর উইকেট হারায়নি তারা। ৫ উইকেটে ১৫৩ রান তুলে শেষ করে দিন। তখনো পাকিস্তানের চেয়ে ৯২ রানে পিছিয়ে বিজয়ের নেতৃত্বাধীন দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন নাঈম। 

এর আগে, প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছিলেন জয়। দলের অন্য কেউ ২০ রানের ইনিংসও খেলতে পারেননি। পাকিস্তান ‘এ’ দল এরপর উমর আমিনের ১৭৭ রানে ভর করে ৪ উইকেটে ৩৬৭ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। এছাড়া সৌদ শাকিল ৭৬, মুহাম্মদ হুরাইরা ৩৯, সাদ খান ৩১ ও কামরান গুলাম ২০ রান করেন। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন হাসান মুরাদ। তানজিম হাসান সাকিব ও নাঈম হাসান পান একটি করে উইকেট।