‘নারীদের পথ বদলাতে বলবেন না, পরিবেশ বদলান’

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১৩:৫২
শেয়ার :
‘নারীদের পথ বদলাতে বলবেন না, পরিবেশ বদলান’

ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর হাসাপাতালের ঘটনায় উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। মুখ খুলছেন দেশটির অন্যান্য রাজ্যের জনগণও। গত শুক্রবার আরজি কর হাসপতাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করার হয়েছে। জঘন্য এই ঘটনা নিয়ে চুপ থাকতে পারেননি ভারত জাতীয় দলের ক্রিকেটার জাসপ্রিত বুমরাহও। তিনি পাশে দাঁড়িয়েছেন মেয়েদের লড়াইয়ে। 

গত শুক্রবার হাসপাতালে ওই নারী চিকিৎসকের ওপর চলা পাশবিকতার প্রতিবাদ করেছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। বিষয়টি নিয়ে সরব হয়েছেন আয়ুষ্মান খুরানা, কারিনা কাপুর খান, সামান্থা, প্রীতি জিন্তা, আলিয়া ভাটের মতো বলিউড তারকারা। 

ক্রিকেটার বুমরাহও জঘন্য এই ঘটনার পর মেয়েদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন। তবে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন আলিয়ার পোস্ট। যেখানে লেখা, ‘নারীদের পথ বদলাতে বলবেন না, পরিবেশ বদলান। সব নারীরাই ভালো পরিবেশের দাবিদার।’

আলিয়া ভাট সামাজিক যোগাযোগমাধ্যমে আরও লিখেছেন, ‘আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’

গত ৯ আগস্টে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে শিক্ষানবিশ নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর পর থেকে এখনো পর্যন্ত আন্দোলন চলমান আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিও উঠেছে। ন্যায়বিচারের দাবিতে গত বুধবার রাতে রাজ্যের নারী সমাজ সড়ক দখল করে রাতভর প্রতিবাদ করে।