ইউনাইটেডের সঙ্গে আরও ৪ বছর থাকছেন ব্রুনো
ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্রুনো ফের্নান্দেসের সম্পর্ক আরও বাড়ল। ম্যানচেস্টার শহরের এই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ালেন পর্তুগালের এই নির্ভরযোগ্য মিডফিল্ডার।
আগের চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডে থাকার কথা ছিল ব্রুনোর। ২০২২ সালে এই চুক্তি করেছিলেন তিনি। এবারের চুক্তির পর ব্রুনো থাকবেন ২০২৭ সাল পর্যন্ত। অর্থাৎ রেড ডেভিলদের হয়ে আরও ৪ বছর মাঠ মাতাবেন তিনি।
ব্রুনোর সঙ্গে চুক্তি করার কথা গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৭ সালে চুক্তির মেয়ার শেষ হওয়ার পর আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
২০২০ সালে স্পোর্টং সিপি থেকে ইংলিশ ক্লাব ইউনাইটেডে যোগ দেন ব্রুনো। যোগ দেওয়ার পর থেকেই দলটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। বর্তমানে তো ইউনাইটেডের অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন এই পর্তুগিজ।
রেড ডেভিলদের হয়ে এখনো পর্যন্ত ২৩৪টি ম্যাচ খেলেছেন ব্রুনো। যেখানে ৭৯ গোল করার পাশাপাশি ৬৭ গোলে করেছেন অ্যাসিস্ট। এখনও প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাননি। তবে লিগ কাপ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা আছে তার। আগামী শুক্রবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের আগামী মৌসুম শুরু করবে ইউনাইটেড। গত বছর যেখানে অষ্টম হয়েছিল দলটি।