বাবরের ‘শত্রু’ আইসিসি, সাবেক ক্রিকেটারের ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১১:৫৯
শেয়ার :
বাবরের ‘শত্রু’ আইসিসি, সাবেক ক্রিকেটারের ব্যাখ্যা

পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের উন্নতির পথে অন্তরায় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি কাজ করছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। সম্প্রতি প্রকাশিত আইসিসি পুরুষ ওয়ানডে র‌্যাঙ্কিং তালিকার প্রসঙ্গ টেনে একথা বলেন বাসিত। 

বর্তমানে র‌্যাঙ্কিংয়ে ৮২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাবর আজম। ৭৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এরপরই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থেকে তিনে ভারতের আরেক টপ অর্ডার ব্যাটার শুভমান গিল। ৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে চারে তাদের সতীর্থ বিরাট কোহলি। 

সম্প্রতি প্রকাশিত এই র‌্যাঙ্কিং নিয়ে সংশয় প্রকাশ করে বাসিত বলেছেন, আইসিসির কোনো গভীর উদ্দেশ্য থাকতে পারে এতে। বাবর যাতে ব্যাটিংয়ে আরও উন্নতি না করতে পারে সেজন্য আইসিসির গভর্নিং বডি বাবরকে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে জায়গা দিয়ে রাখতে পারে বলে মনে করেন বাসিত। গিলের র‌্যাঙ্কিং নিয়েও সমালোচনা ঝড়েছে বাসিতের কণ্ঠে। 

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন আমি আইসিসি র‌্যাঙ্কিং (ওয়ানডে ব্যাটার) দেখলাম, বাবর আজম ছিল শীর্ষে, দুই নম্বরে রোহিত শর্মা, তিনে শুভমান গিল এবং তারপর ছিল বিরাট কোহলি। এর পরেরগুলো আমি দেখার প্রয়োজনীয়তা অনুভব করিনি কারণ আমি সেখানে ট্রাভিস হেড বা রাচিন রাবীন্দ্রকে দেখতে পাইনি। আমার মনে হয় আইসিসি চায় বাবর পারফর্ম না করুক। সে (বাবর) ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকেই খুশি থাকবে। এসব র‌্যাঙ্কিং কে বানায়? বাবর ও শুভমান গিল ওই স্থানে কীভাবে যায়?’ 

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলোয়াড়দের তুলনা করে বাসিত বলেন, ‘বাবরের সবশেষ ওয়ানডে ছিল গত বছরের বিশ্বকাপে। আমরা সেই টুর্নামেন্টে রাচিন রাবীন্দ্র, কুইন্টন ডি কক, ট্রাভিস হেড ও বিরাট কোহলির মতো ক্রিকেটারদের দেখেছি। তারা টুর্নামেন্টে তিন-চারটি করে সেঞ্চুরি করেছে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান সেঞ্চুরি পেয়েছে। বাবর একটি সেঞ্চুরিও করতে পারেনি। তার সবশেষ সেঞ্চুরি এসেছিল নেপালের বিপক্ষে, এশিয়া কাপে। তারা কেমন র‌্যাঙ্কিং করে?’ 

বাসিতের মতে, বাবর নিজেও বিশ্বাস করবেন যে তিনি ওয়ানডের এক নম্বর ব্যাটার। বাসিত বলেন, ‘আইসিসির লোকজন বাবরের শত্রু। যদি তুমি বাবরকে জিজ্ঞেস করো, বর্তমানে এক নম্বর ব্যাটার কে, সেও ট্রাভিস হেড বা বিরাট কোহলিকে বেছে নেবে। অন্তত তিনি এটা বলবেন না যে তিনি এক নম্বর ব্যাটার।’